16.3 C
London
August 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের এক একাকী বাবা, ১৮০ সন্তানের বাবা হয়েও একাকিত্ব যার সঙ্গী

যুক্তরাজ্যের নিউক্যাসেলের এক ব্যক্তি ১৩ বছর ধরে স্পার্ম ডোনেট করছেন। তার নাম জো ডোনার। প্রাকৃতিক প্রজনন, আংশিক গর্ভধারণ ও কৃত্রিম গর্ভধারণসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এ পর্যন্ত ১৮০ শিশুর বাবা হয়েছেন তিনি।

নিজের উপাধি প্রকাশ করতে না চাওয়া ৫২ বছর বয়সি জো ডোনার বলেন, তার শুক্রাণুতে অনেক নারী সন্তানের মুখ দেখলেও তিনি নিজে একাকিত্বে ভুগেছেন।

স্পার্ম ডোনার হিসাবে কাজ করার কিছু সীমাবদ্ধতাও আছে বলে জানান তিনি। তিনি কোনো পূর্ণকালীন চাকরি করতে পারেন না কিংবা কারও সঙ্গে কোনো প্রেমের সম্পর্কেও জড়াতে পারেন না। জো দুঃখ প্রকাশ করে বলেন, রোমান্সের জন্য কোনো সময় নেই। আপনাকে সবসময় তৈরি থাকতে হবে শুক্রাণু নিয়ে, যদি কোনো নারী হঠাৎ ডিম্বস্ফোটনের জন্য তৈরি হন।

সূত্রঃ ব্রিটিশ ট্যাবলয়েড মেট্রো

এম.কে
১৬ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

জেনে নেই রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাজ্যের রাজার কাজ

সামরিক খেতাব এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা হারালেন প্রিন্স অ্যান্ড্রু

অনলাইন ডেস্ক

রূপপুর প্রকল্পে আত্মসাতের অর্থে লন্ডনে বাড়ি কিনেছেন টিউলিপ, দুদকের বরাতে টেলিগ্রাফের প্রতিবেদন