TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের কেমব্রিজে মিতসুবিশি গাড়ি দিয়ে কো-অপে ডাকাতি, নিয়ে গেল এটিএম মেশিন

কেমব্রিজের পার্ন রোডে কো-অপ দোকান থেকে প্রায় ৩০ হাজার পাউন্ড থাকা একটি নগদ অর্থের মেশিন (এটিএম) চুরি হয়েছে। বুধবার ভোরে র‍্যাম-রেইড চালিয়ে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে এই ঘটনা ঘটায়।

ক্যামব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটের দিকে একটি কালো মিতসুবিশি এল২০০ গাড়ি চালিয়ে দোকানের সামনের অংশ ভেঙে ফেলা হয়। এরপর পাঁচজন ব্যক্তি দ্রুত একটি হ্যাচব্যাক গাড়িতে চড়ে নগদ অর্থের মেশিন নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।

ক্যামব্রিজশায়ার পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তদন্ত কার্যক্রম চলছে এবং সাধারণ মানুষের কাছে ঘটনার বিষয়ে তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে। যেকোনো প্রমাণ বা প্রত্যক্ষদর্শীর তথ্য পুলিশের তদন্তে সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

হোমঅফিসকে অযৌক্তিক কাজের জন্য আইনি হুমকি দিলো যুক্তরাজ্য দাতব্য সংস্থা

জেনে নিন যুক্তরাজ্যের মেরিট স্কলারশিপ সম্পর্কে

নিউজ ডেস্ক

ডিডব্লিউপি’র নতুন অ্যালরিদম নিয়ে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের শঙ্কা