24.8 C
London
July 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

‘যুক্তরাজ্যের বিরুদ্ধে প্রতিযোগিতা চালাচ্ছে রাশিয়া ও চীন’

এমআইফাইভ-এর প্রধান ব্রিটেনের জন্য প্রতিকূল দেশগুলো থেকে আসা ভয়ঙ্কর হুমকির কথা তুলে ধরেছেন। কেইন ম্যাককালাম বলেছেন, ‘আমরা এখানে সংগ্রাম করছি আমাদের জীবনযাত্রার জন্য।’

 

ডেইলি মেইলের সাথে একান্ত সাক্ষাৎকারে, তিনি সতর্ক করেছেন রাশিয়া এবং চীন আন্তর্জাতিক আধিপত্যের জন্য একটি সর্বব্যাপী ‘প্রতিযোগিতা’ চালাচ্ছে, চেষ্টা করছে সংসদে হস্তক্ষেপ করতে।

 

তিনি বলেন, ‘এটিকে দ্বিতীয় কোল্ড ওয়ার হিসেবে আখ্যায়িত করা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একই সাথে এটা পরিষ্কার হওয়াও গুরুত্বপূর্ণ যে আমরা এখানে একটি সংগ্রামের মধ্যে আছি।’

 

‘আমাদের মূল্যবোধের জন্য, আমাদের সিস্টেমের জন্য, গণতান্ত্রিক জীবনযাপনের সুবিধার জন্য দাঁড়াতে হবে যা আমাদের এবং আমাদের মিত্রদের প্রিয়।’

 

তার সাক্ষাৎকারে, মহাপরিচালকও সতর্ক করেছেন যে MI5 পুরানো আইন দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে যা বিদেশি গুপ্তচরদের বিচার করা অসম্ভব করে তোলে।

 

তিনি স্বীকার করেন, ‘আমরা রাষ্ট্রীয় হুমকিতে আমাদের পিঠে এক হাত রেখে কাজ করছি।’

 

ইউক্রেনের সঙ্কটের পটভূমিতে তার সতর্কবার্তা এসেছে, ব্রিটিশ এবং পশ্চিমা কর্মকর্তারা প্রায় নিশ্চিত যে প্রেসিডেন্ট পুতিন এমন একটি পদক্ষেপে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছেন যা ন্যাটোর পূর্ব দিকে অস্থিতিশীল করার হুমকি দেয়।

 

মি. ম্যাককালাম আরও সতর্ক করেছেন যে রাশিয়া এবং চীন উভয়ই সংসদ সদস্য এবং তাদের উপদেষ্টাদের লক্ষ্য করে হাউস অফ কমন্সে পা রাখার জন্য মরিয়া।

 

তিনি বলেছেন: ‘এটি সর্বদাই হয়েছে যে ক্ষমতার আসনের কাছের লোকেরা প্রভাব বিস্তারের চেষ্টা করবে। যে প্রভাবে কিছু দৃঢ়তা বৃদ্ধি পেতে পারে।’

 

১৯ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইংল্যান্ড রাজপরিবারে বাড়ি নিয়ে চাচা-ভাতিজার নতুন দ্বন্দ্ব

ব্যবসায়িক লাভের উপর প্রথমবারের মতো ট্যাক্স চালু করেছে আরব আমিরাত

অনলাইন ডেস্ক

টিভিথ্রি বাংলার প্রতিষ্ঠাতা সদস্য মঈনুল হোসেন মুকুলের মা ইয়াকুতুন নেসার ইন্তেকাল

নিউজ ডেস্ক