8.1 C
London
November 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতারণার আশঙ্কা

করোনা মহামারির সময় থেকে ইউকে গবেষকরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতারণার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। একটি ওয়েবসাইটের লেখার সাথে ছাত্রদের লেখার আশঙ্কাজনক মিল পাওয়া গেছে।

 

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের (আইসিএল) গবেষকরা দেখেছেন, শিক্ষার্থীরা ‘চেগ’ নামের একটি ওয়েবসাইটে পরীক্ষার প্রশ্নের জন্য সহায়তা নিয়েছে এবং সরাসরি প্রশ্নের উত্তর পেয়েছে। এতে অনলাইন পরীক্ষা মূল্যায়নের সম্পর্কে উদ্বেগে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

 

একাডেমিক অখণ্ডতা রক্ষার জন্য শিক্ষার্থীদের লেখার সাহায্য পরিষেবাকে অবৈধ করার আহ্বান জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী ক্রিস স্কিডমোর এই লেখাগুলো নিষিদ্ধ করার দাবিতে কমন্সে একটি বিল পেশ করেছে।

 

তিনি বলেন,শিক্ষার্থীরা করোনার কারণে স্কুল বা ক্যাম্পাস থেকে দূরে থেকে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। অনলাইনে তাদের পড়াশোনা এবং পরীক্ষা দিতে হচ্ছে। তারা ক্রমবর্ধমান লেখার মিলের শিকার হচ্ছে। হতাশাগ্রস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী।

 

সূত্র: দ্য গার্ডিয়ান
১১ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

ইউরোপীয় ইউনিয়নের ‘বাঁকা কলা’ আইন বাতিল করবে যুক্তরাজ্য

টেক্সাসে লরির ভেতরে ৪৬ মরদেহ

Mini Budget: How will it affect us?