TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যে কারণে যুক্তরাজ্যের কিছু মসজিদে নারীদের প্রার্থনা করতে দেওয়া হচ্ছে না

যুক্তরাজ্যের কয়েকটি মসজিদ নারীদের প্রার্থনা করতে দিচ্ছে না, এমন অভিযোগ নিয়ে রিপোর্ট করেছে বিবিসি।

 

রিপোর্টে আলমাস নামের এক নারী বলেন, তিনি তিন সন্তানের মা এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের জন্য পড়ালেখা করছেন। সারা বছর তিনি অনেক ব্যস্ত থাকেন এই কারণেই রমজান মাস তার কাছে অনেক গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, আমি ছুটির দিনগুলোতে তারাবি নামাজ পড়ার অপেক্ষায় ছিলাম। তবে আমি যখন আমার স্থানীয় মসজিদে কথা বলি, তখন তারা জানান, বৃদ্ধ, শিশু এবং নারীদের মসজিদে ইবাদতের অনুমতি নেই।

 

আলমাস একা নন। যুক্তরাজ্য জুড়ে বেশ কয়েকটি মসজিদ এই মাসে তাদের নারীদের প্রার্থনার স্থান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ মসজিদ কর্তৃপক্ষ বলেন, এটি করোন ভাইরাস বিধিনিষেধের কারণে নেওয়া সিদ্ধান্ত।

 

আলমাসের মতো নারীরা কেবল রমজান মাসে রাতে তারাবি নামাজ না, অনেকে শুক্রবারের নামাজসহ মসজিদে আদৌ কোনো ইবাদত করতে পারছেন না।

 

তবে যুক্তরাজ্যের সব মসজিদে নারীদের জন্য আলাদা জায়গা নেই। এ ধরনের মসজিদের পরিমাণ এক চতুর্থাংশেরও বেশি। যে সকল মসজিদে পুরুষ ও নারী উভয়ের জন্যই নামাজের স্থান আছে সেখানে নারীদের নামাজের স্থানগুলো সাধারণত ছোট হয়।

 

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের সভাপতি জারা মোহাম্মদ বলেন, আমরা মুসলিম নারীদের মসজিদে প্রবেশাধিকার এবং সুযোগ নিশ্চিত করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি।

 

 

সূত্র: বিবিসি
৩ মে ২০২১
এসএফ/এনএইচ

আরো পড়ুন

No Human is Illegal | February 9,

ব্রিটেনের সামাজিক দূরত্বের বিধি উঠে যেতে পারে জুনে

আবরার হত্যা: ২০ আসামির মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫ জনের