বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাজ্য। বিবিসির খবরে জানা যায়, বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশকে যুক্তরাজ্যের লাল তালিকা থেকে সরানো হচ্ছে। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হল- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস এ ঘোষণা দিয়েছেন।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। এর আগে কেউ যদি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সফর করে তবে রেড লিস্ট অনুযায়ী সাবধানতা অবলম্বন করতে হবে।
একটি ঘোষণায় ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস জানান, আগামী ৪ অক্টোবর থেকে যুক্তরাজ্যে ভ্রমণের বর্তমান ট্রাফিক লাইট সিস্টেম লাল, অ্যাম্বার ও সবুজ বাতিল করা হবে এবং এগুলোর পরিবর্তে শুধু লাল তালিকা থাকবে। এক্ষেত্রে লাল তালিকার বাইরে কোনো দেশের নাগরিকরা যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধের আওতায় থাকবে না।
এর আগে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ২ এপ্রিল বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলো যুক্তরাজ্য।
In addition, EIGHT countries and territories will come off the red list 🔴 from Weds 22 Sept at 4am, incl. TURKEY, PAKISTAN and MALDIVES.
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) September 17, 2021
১৭ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক