TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

যুক্তরাজ্যের ‘লাল তালিকা’ রাজনৈতিক ইস্যু হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে যে ‘লাল তালিকা’ বা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সেটা রাজনৈতিক ইস্যু হতে পারে বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

 

তিনি বলেন, যুক্তরাজ্য বলছে আমাদের জনগণ টিকা কম দিয়েছে বলে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে আমাদের চেয়ে অনেক দেশ টিকা কম দিয়েছে। তাদের কেন রেড অ্যালার্ট দেওয়া হয়নি?

 

তিনি আরও বলেন, ২৪ কোটি টিকা আমাদের লাইনআপে আছে। ২ কোটি ২২ লাখ মানুষ ইতোমধ্যেই পেয়েছেন। এই অগ্রগতি কোনোভাবেই খারাপ নয়।

 

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে রেড অ্যালার্ট দেওয়া হয়।

 

১৪ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

নুহাইলা বেনজিনা বিশ্বকাপে হিজাব পরা প্রথম খেলোয়াড়

ইংলিশদের চেয়ে কম বয়সে বিনামূল্যে বাস ভ্রমণ করতে পারে স্কটিশ-ওয়েলসরা

অনলাইন ডেস্ক

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প!