13.2 C
London
May 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোতে পেমেন্ট পদ্ধতিতে বড় পরিবর্তনের আভাস

যুক্তরাজ্যের বড় সুপারমার্কেটগুলো—টেস্কো, সেইন্সবেরি, অ্যাসডা ও মরিসনস—এর পেমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ফিনান্সিয়াল কনডাক্ট অথরিটি (FCA) কনট্যাক্টলেস পেমেন্টের সর্বোচ্চ সীমা তুলে দেওয়ার প্রস্তাব করেছে। তাদের দাবি, এই পদক্ষেপ অর্থনীতিকে গতিশীল করবে এবং লেনদেন আরও দ্রুততর ও সহজতর হবে।

বর্তমানে, কনট্যাক্টলেস পেমেন্টের সীমা £১০০ পর্যন্ত নির্ধারিত। এর বেশি মূল্যের কেনাকাটায় কার্ড ইনসার্ট করে পিন নম্বর দিতে হয়। কিন্তু এই সীমা তুলে দিলে এমন বাধা থাকবে না।

বিবিসি মর্নিং লাইভ অনুষ্ঠানে ভোক্তা বিষয়ক সাংবাদিক হোলি হ্যামিলটন বলেন, “গত বছর ৯৫% মানুষ অন্তত একবার কনট্যাক্টলেস পেমেন্ট ব্যবহার করেছেন। এটি এখন মূলধারার লেনদেন পদ্ধতিতে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “কোভিড মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে পেমেন্ট সীমা £৪৫ থেকে বাড়িয়ে £১০০ করা হয়েছিল। তখন অনেকেই ক্যাশ এড়িয়ে কনট্যাক্টলেস ব্যবস্থায় অভ্যস্ত হয়ে ওঠে। এখন FCA যে প্রস্তাব দিয়েছে, তাতে সীমা আরও বাড়তে বা পুরোপুরি উঠে যেতে পারে।”

FCA এই প্রস্তাব বাস্তবায়নের আগে জনগণের মতামত নিচ্ছে, যার সময়সীমা শেষ হচ্ছে ৯ মে শুক্রবার। শুধু গ্রাহক নয়, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়াও নেওয়া হচ্ছে। হ্যামিলটন জানান, “এই পরামর্শ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা—যাতে স্ক্যামার ও প্রতারকদের ঠেকানো যায়, আবার গ্রাহকও আরও স্বচ্ছন্দে লেনদেন করতে পারে।”

FCA-এর প্রধান নির্বাহী নিখিল রাঠি জানিয়েছেন, তাদের কৌশলের অংশ হিসেবে £১০০-এর সীমা তুলে দেওয়া হতে পারে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলো ও গ্রাহকদের আরও নমনীয়তা দেওয়ার জন্যই এই উদ্যোগ। একইসঙ্গে ডিজিটাল ওয়ালেটের সঙ্গে প্রতিযোগিতামূলক ভারসাম্যও আনতে চাই।”

বর্তমানে বায়োমেট্রিক সুরক্ষা থাকা ডিজিটাল ওয়ালেট (যেমন অ্যাপল পে বা গুগল পে) এই ধরনের সীমা অতিক্রম করতে পারে। FCA বলছে, পেমেন্ট কার্ডেও সেই রকম নমনীয়তা আনা দরকার।

তবে সবাই এই প্রস্তাবে আশ্বস্ত নন। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, সীমা তুলে দিলে চুরি হওয়া কার্ড দিয়ে উচ্চমূল্যের পণ্য কেনা সহজ হয়ে যাবে। ফলে জালিয়াতির ঝুঁকিও বাড়বে।

ডিজিটাল পেমেন্ট কোম্পানি Fourdotzero-এর সহপ্রতিষ্ঠাতা জেরেমি লাইট বলেন, “সীমা বাড়লে প্রতারণার পরিমাণ বাড়ার সম্ভাবনা বেশি। ২০২১ সালে সীমা £৪৫ থেকে £১০০-এ বাড়ানোর পর ২০২২ সালে কনট্যাক্টলেস জালিয়াতি ৮০% বেড়েছিল এবং ২০২৩ সালে তা আরও ১৯% বৃদ্ধি পেয়েছে।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা অনুসরণ করে দোকানগুলোকে নিজেদের মতো করে সীমা নির্ধারণের অনুমতি দেওয়া হলে তা ঝুঁকি কমাবে।”

এই প্রস্তাব বাস্তবায়িত হলে আগামী ১২ মাসের মধ্যেই যুক্তরাজ্যে কনট্যাক্টলেস পেমেন্টের সীমা তুলে দেওয়া হতে পারে। তবে এটি কতটা নিরাপদ, কতটা কার্যকর হবে—তা নির্ভর করবে জনগণের মতামত ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রস্তুতির ওপর।

সূত্রঃ মিরর

এম.কে
০৮ মে ২০২৫

 

আরো পড়ুন

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষে অবৈধ অভিবাসন বিলের অনুমোদন

হালাল টেক, মুসলিম-বান্ধব ওয়েবসাইট এবং অ্যাপের বিকাশ

যুক্তরাজ্য সরকারের সাথে জেনারেল প্র‍্যাকটিসিয়ানদের নতুন চুক্তি সাক্ষর