6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যে পাঁচটি স্বাস্থ্যসমস্যা থাকলে অতিরিক্ত পিআইপি দেওয়া হবে

ব্রিটেনের পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট (পিআইপি)-এর দাবিদারদের অনেকের জন্য অতিরিক্ত সুবিধা প্রদানের প্রয়োজনীয়তা মেনে নিয়েছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (ডিডব্লিউপি)।

 

দেশটিতে মানসিক, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা থাকলে এই পিআইপি আবেদন করা যায়। এবার পাঁচটি স্বাস্থ্যগত শর্তে এর আবেদনকারীদের সাহায্য বাড়াবে ডিডব্লিউপি।

 

কেম্ব্রিজশায়ার লাইভে বলা হয়, যাদের মানসিক ক্ষমতা কমে গেছে, আবেদনের ফর্মের গুরুত্ব বুঝতে অক্ষম, যাদের ব্যক্তিগত কোনো সাহায্যকারী নেই এবং আবেদন প্রক্রিয়া চালাতে গিয়ে জটিলতার শিকার ব্যক্তিরা এই শর্ত পূরণ করবেন।

 

ডিডব্লিউপি বলেছে, প্রাথমিক দাবিদারদের তথ্য সংগ্রহের সময় যদি তারা দেখে আবেদনকারীর এই অতিরিক্ত সাহায্যের প্রয়োজন তবে তাদের কেইসের সঙ্গে একটি মার্কার দেওয়া হবে। এই কেসগুলো বিশ্লেষণ করে আবেদনকারীর কাছে সঠিক ও উপযুক্ত সাহায্য পৌঁছে দিতে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হবে।

 

পাঁচটি হেলথ প্রবলেম থাকলে এই শর্ত পূরণ হবে।

 

মানসিক সমস্যা:

গুরুতর বিষণ্নতা
বাইপোলার ডিসঅর্ডার
পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)
অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি)
সাইকোসিস
সিজোফ্রেনিয়া
পার্সোনালিটি ডিসর্ডার

 

আচরণগত সমস্যা:

গুরুতর মনোযোগ ঘাটতি, হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD)
কনডাক্ট ডিসর্ডার

 

শেখার অক্ষমতা:

ডাউন সিনড্রোম
ফ্র্যাজাইল এক্স সিনড্রোম

 

ডেভেলপমেন্টাল ডিসর্ডার:

গুরুতর অটিস্টিক স্পেকট্রাম ডিসর্ডার
ডেভেলপমেন্টাল ডিলে
স্পিচ বা ভাষার ডিসর্ডার

 

ডিমেনশিয়া:

আলঝাইমার
Dementia with Lewy bodies
Vascular dementia
পার্কিনসন
মস্তিষ্কে গুরুতর আঘাত যার ফলে ব্রেইন ইনজুরি

 

২১ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

জাপানে তরুণের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০

অনলাইন ডেস্ক

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগ

অনলাইন ডেস্ক