6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবরসারাদেশ

রমজানে রাতে করোনার টিকা কার্যক্রম চালানোর পরামর্শ

রোজা রেখে কোভিড-১৯ এর টিকা দেওয়া যাবে কি না, তা নিয়ে দ্বিধায় রয়েছে মানুষ। তবে ধর্মীয় নেতারা এ বিষয়ে স্পষ্ট করেই বলেছেন, রোজা ভাঙার সাথে টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরও কেউ রোজা রেখে টিকা দিতে না চাইলে, তাদের জন্য রাতে টিকা দেওয়ার ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মুজাহেরুল হক বলেন, রোজার সাথে ইনজেকশনের কোনো সম্পর্ক নেই। রোজা রেখেও অনেকে ইনসুলিন নেন। কিন্তু বিষয়টি যেহেতু ধর্মীয় তাই অনেকের রিজার্ভেশন থাকে। কেউ যদি রোজা রেখে টিকা নিতে না চান, তাহলে তাদের জন্য রাতে টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

 

তিনি বলেন, উপজেলা হাসপাতাল থেকে শুরু করে সব হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই চাইলেই ইফতারের পরও টিকা কার্যক্রম চালানো সম্ভব। টিকা নিতে মানুষকে উৎসাহিত করতে হবে। কোনোভাবেই মানুষকে টিকা নিতে অনুৎসাহিত করা যাবে না।

তিনি আরো বলেন, এক মাসের জন্য সান্ধ্যকালীন ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দিনের ভ্যাকসিন কার্যক্রম সকাল ৮টার পরিবর্তে কিছুটা দেরিতে শুরু করতে হবে। মাঝে বিরতি দিয়ে সন্ধ্যার পর আবার ভ্যাকসিন দিতে হবে। এটি সম্ভব।

 

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সেক্রেটারি ফারুক আহমেদ বলেছেন, রোজা রেখে টিকা দেওয়ার বিষয়ে ধর্মীয় কোনো বিধি-নিষেধ নেই। আগামী সপ্তাহে এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক আছে। রমজান মাসে মানুষকে টিকা নিতে আগ্রহী করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সেদিন সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত মোতাবেক ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদে এ বিষয়ে মানুষকে সচেতন করবে।

 

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, রমজানে টিকা গ্রহণে মানুষের উদ্বেগের কথা বিবেচনা করে ব্রিটিশ ইসলামিক মেডিকেল গ্রুপগুলো জানিয়েছে যে, কোভিড-১৯ টিকা গ্রহণে মুসলিমদের রোজা ভাঙবে না।

এক বিবৃতিতে ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, ইসলামি বিশেষজ্ঞদের মতামত অনুসারে বর্তমানে যুক্তরাজ্যে লাইসেন্সপ্রাপ্ত কোভিড -১৯ টিকা গ্রহণের ফলে রোজা ভাঙবে না। রোজার জন্য কারোরই টিকা গ্রহণে বিলম্ব করা উচিত নয়।

 

 

৭ মার্চ ২০২১
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ফেসবুকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আইনি নোটিশ

যুক্তরাজ্যের সুপারমার্কেটে অস্বাস্থ্যকর স্ন্যাকসে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

ব্রিক লেন কি বদলে ফেলছে এর আত্মপরিচয়?