3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে ‘কিল দ্য বিল’ বিক্ষোভে শতাধিক গ্রেপ্তার

লন্ডনে ‘কিল দ্য বিল’ বিক্ষোভের ঘটনায় শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মেট পুলিশ।

 

শনিবার (৩ এপ্রিল) শান্তি লঙ্ঘন, সহিংসতা,পুলিশের উপর হামলা এবং কোভিড আইন লঙ্ঘন অপরাধের জন্য লন্ডনে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিক্ষোভের জন্য পুলিশ অপারেশনের নেতৃত্বআধিন কমান্ডার আডে অ্যাডেলেকান বলেছেন, বেশিরভাগ লোক পুলিশ অফিসারদের কথা শোনেন তবে, বিকেলে বারবার তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা তা করেনি। পরবর্তীতে তারা বিশৃঙ্খলা শুরু করলে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়।

 

ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশকে অহিংস বিক্ষোভের উপর আরো ক্ষমতা দেওয়ার ব্যাপারে আদালতের বিলের কারণে এই বিক্ষোভ শুরু হয়। বার্মিংহাম, লিভারপুল, নিউক্যাসল, ওয়েইমাউথ এবং বোর্নেমাউথ সহ অন্যান্য জায়গাগুলোতেও বিক্ষোভ দেখা যায়।

 

 

সূত্র: বিবিসি
৪ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

ব্রিটেনে রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার দিয়ে ‘অবৈধ শ্রমিকদের’ বেতন পরিশোধ

অনলাইন ডেস্ক

ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলা

কেমন ছিল প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রথম ডেটিং