12.9 C
London
September 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে প্যালেস্টাইনি দূতাবাসের উদ্বোধনে উচ্ছ্বাস, পতাকা উত্তোলনে ইতিহাস রচিত

লন্ডনের নতুন প্যালেস্টাইনি দূতাবাসে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করা হয়েছে। অনেকে বলছেন, এই আয়োজনটি এসেছে প্রায় এক শতাব্দী দেরিতে, তবে তা সত্ত্বেও এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত।

অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল সকাল ১১টা, কিন্তু বিপুল সংখ্যক অতিথির কারণে কিছুটা দেরি হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ওয়েস স্ট্রিটিং, স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী জন সোইনি, প্রায় ৬০ জন রাষ্ট্রদূত, কয়েকজন সংসদ সদস্য এবং বিভিন্ন পরিচিত মুখ।

দূতাবাস ভবনের সামনে পার্কিং এলাকায় আয়োজন করা হয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। চারপাশ ধাতব ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। সাধারণ মানুষের ভিড় ছিল কয়েকশ’, অনেকের হাতে প্যালেস্টাইনের পতাকা। টেলিভিশন ক্যামেরা এবং সংবাদকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা ছিল উৎসবমুখর।

প্যালেস্টাইনের প্রতি সমর্থনের এমন উচ্ছ্বাস অতীতে লন্ডনে সচরাচর দেখা যায়নি। অতিরিক্ত ভিড়ের কারণে আয়োজকদের বারবার সবাইকে পেছনে সরে দাঁড়াতে বলা হলেও অধিকাংশ মানুষ সাড়া দেননি।

লেবার দলের সংসদ সদস্য লিয়াম বার্ন এবং রুশানারা আলী, যারা সম্প্রতি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, ছিলেন পতাকা উত্তোলনের মূল স্থানের কাছাকাছি। তাদের প্রকাশ্য সমর্থন শুধু রাজনৈতিক বার্তাই দেয়নি, বরং তাদের নির্বাচনী এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক মুসলিম জনগণের কাছে বিশেষ তাৎপর্য বহন করেছে।

পতাকা উত্তোলনের সেই মুহূর্তে অতিথি ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ, আবেগ ও উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবেশ। অনেকে মনে করছেন, লন্ডনে এই আয়োজন কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংগ্রামে এক শক্তিশালী সংহতির প্রতীক হয়ে থাকবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৩ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

অনলাইন ডেস্ক

‘ব্রিটিশ বিজ্ঞানের ভবিষ্যৎ অন্ধকার’

অনলাইন ডেস্ক