TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের ফ্ল্যাটে সাবেক কনজারভেটিভ এমপি ডেভিড ওয়ারবারটনের রহস্যজনক মৃত্যু

লন্ডনের চেলসির একটি ফ্ল্যাটে সাবেক কনজারভেটিভ এমপি ডেভিড ওয়ারবারটনের (৫৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ আগস্ট জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় পান। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, একজন ৫০-এর দশকের ব্যক্তিকে মৃত পাওয়া গেছে এবং ঘটনাটিকে তারা “অপ্রত্যাশিত হলেও সন্দেহজনক নয়” বলে বিবেচনা করছে।

ডেভিড ওয়ারবারটন ২০১৫ সালে সামারসেটের সোমারটন ও ফ্রোম আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। তিনি টানা আট বছর পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০২২ সালের এপ্রিলে তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠে। অভিযোগের কারণে দল থেকে বরখাস্ত করা হলেও তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে অভিযোগ প্রত্যাহার করা হয় এবং সংসদের স্বাধীন তদন্ত প্যানেল তাদের অনুসন্ধান বন্ধ করে দেয়।
২০২৩ সালের জুনে এমপি পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে ওয়ারবারটন স্বীকার করেছিলেন যে তিনি কোকেইন সেবন করেছিলেন। তার পদত্যাগের পর অনুষ্ঠিত উপনির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট দলের প্রার্থী সারা ডাইক বিজয়ী হন।
সাবেক এমপি মার্কাস ফিশ ওয়ারবারটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “ডেভিড ছিলেন সৎ, প্রতিশ্রুতিবদ্ধ এবং শব্দচয়নে অত্যন্ত দক্ষ একজন মানুষ।”
উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময় আসন পুনর্বিন্যাসের কারণে সোমারটন ও ফ্রোম আসনটি বিলুপ্ত হয়ে যায়।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে আবারও বেড়েছে পাইকারি গ্যাসের দাম

সাপ্তাহিক ছুটিতে বিয়ের প্রবণতা কমেছে যুক্তরাজ্যে

মেয়াদোত্তীর্ণ পরিচয়পত্র ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি