TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের ব্যস্ত রাস্তায় ষাঁড়ের আগমন – বাংলাদেশও অবাক!

আজ সকালে বার্মিংহামের ব্যস্ত রাস্তায় দেখা গেল এক অপ্রত্যাশিত দৃশ্য—একটি ষাঁড় শহরের কেন্দ্রের দিকে দৌড়ে বেড়াচ্ছে! সকাল আনুমানিক ৯:৩০টায় নিউ বন্ড স্ট্রিট, ডিগবেথ এলাকায় প্রথম এই ষাঁড়টিকে দেখা যায়, যা শহরের কেন্দ্র থেকে মাত্র এক মাইল দক্ষিণ-পূর্বে।

পরবর্তীতে পথচারীরা প্রাণীটিকে স্মল হিথের আন্দারটন রোড দিয়ে ছুটে যেতে দেখেন, যেখানে এটি গোল্ডেন স্যুইট ইভেন্ট স্পেস পেরিয়ে যায়। তারপর এটি গোল্ডেন হিলক রোড ধরে স্মল হিথ ট্রেন স্টেশনের পাশ দিয়ে উল্টো দিকে গাড়ির মধ্যে দৌড়াতে থাকে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় রাস্তায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে ষাঁড়টিকে পুরনো ডানেলম ভবনের ভিতরে নিয়ে যেতে সক্ষম হন।

বার্মিংহাম সিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘আমাদের স্ট্রিট ক্লিনজিং ক্রু পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে এবং এই সুন্দর, তবে ভুল জায়গায় আসা প্রাণীটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।’’

এছাড়াও তারা জানায়, পশু কল্যাণ কর্মী ও পার্ক রেঞ্জারদের সহযোগিতায় পুলিশ ষাঁড়টিকে ঘেরাও করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রাণীটি এখন নিরাপদে আছে এবং কাউন্সিল তার মালিককে শনাক্ত করার চেষ্টা করছে।

বার্মিংহাম সিটি কাউন্সিলের সদস্য কাউন্সিলর মাজিদ মাহমুদ বলেন, ‘‘এই মহৎ প্রাণীটি শহরে এক ধরনের আকস্মিক ছুটির মতো সময় কাটাচ্ছিল, কিন্তু আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা একদমও বিচলিত হননি। তারা দক্ষতার সঙ্গে এটিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।’’

পুলিশও জানিয়েছে, তারা সকালেই ষাঁড়টির উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছে এবং সিটি কাউন্সিলের সহায়তায় প্রাণীটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে।

প্রসঙ্গত, ষাঁড় বার্মিংহামের সংস্কৃতির এক ঐতিহাসিক প্রতীক। ১৭০০ শতকে এই শহরে বুল-বেইটিং ছিল জনপ্রিয় খেলা, আর আজকের বিখ্যাত শপিং সেন্টারটির নামও ‘বুলরিং’। এমনকি ২০২২ সালের কমনওয়েলথ গেমসে শহরের মাসকট ছিল ‘অজি দ্য বুল’।

শহরের রাস্তায় ষাঁড়ের হঠাৎ উপস্থিতি বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করলেও, প্রশাসনের তৎপরতা ও কর্মীদের দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দ্রুতই।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ষাঁড়টি সুস্থ ও নিরাপদ আছে, এবং এর মালিকের সন্ধানে কাজ চলছে।

সূত্রঃ মেট্রো

এম.কে
০৭ জুন ২০২৫

আরো পড়ুন

এসাইলামসিকারদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হ্যাকনি কাউন্সিল

সেনাবাহিনীতে যোগ দিতে রাজি ব্রিটিশ জেন-জি, তবে দিতে হবে ওয়াই-ফাই, অ্যাটাচড বাথরুম

জনসমক্ষে দায়িত্বে ফিরছেন যুক্তরাজ্যের রাজা চার্লস