3.7 C
London
February 12, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সেনাবাহিনী

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সূত্র জানিয়েছে, আটকের পর সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান সেনা ক্যাম্পে আনা হয়েছে আব্দুল লতিফকে।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান।

এম.কে
০৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ডিবির হারুনের দাপট নিয়ে চলতেন মাদকের ডিডি মামুন

শাহপরান মাজারে গান-বাজনা নিষিদ্ধ

বিলাসবহুল ৮টি গাড়ি, পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই