13.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসিলেট

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার, ২ জনের মৃত্যু

সিলেটের ওসমানীনগরের এক বাড়ি থেকে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে

 

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে স্থানীয়রা জানান, অচেতন অবস্থায় যুক্তরাজ্য প্রবাসীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা গুরুতর।

 

সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টির নিশ্চিত করেছেন।

 

জানা যায়, মৃত একজনের নাম রফিকুল ইসলাম। তার ছেলে মাইকুল ইসলামও মারা গেছেন। রফিকুলের স্ত্রী, অপর এক ছেলে ও মেয়ে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ৩ জনকে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

২৬ জুলাই ২০২২
সূত্র: সময় সংবাদ

আরো পড়ুন

উইন্ডসর ক্যাসেলে রানির সঙ্গে জো বাইডেনের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়বে পৃথিবীর সবচেয়ে সাদা রং!

অনলাইন ডেস্ক

পরিত্যক্ত কন্টেইনারের ভেতর মিলল ১২৬ অভিবাসন প্রত্যাশী