3.2 C
London
January 19, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

সৌদিতে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

পবিত্র শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবে ‍বুধবার ১০ এপ্রিল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

সোমবার ৮ এপ্রিল এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে সৌদি সুপ্রিম কোর্ট। এবার দেশটিতে ৩০টি রোজা হবে। সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। তাই ঈদ কবে হবে তা জানার জন্য মুসলমানদের ২৯ রমজানের ইফতারের পর অর্থাৎ সন্ধ্যার আকাশে চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এর আগে, শনিবার ৬ এপ্রিল দেশটির সুপ্রিম কোর্ট সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এদিন মাগরিবের নামাজের পর লাখো মুসল্লি পশ্চিম আকাশে চোখ রাখেন। কিন্তু কিছুক্ষণ পরই সৌদি সুপ্রিম কোর্ট জানায়, শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এম.কে
০৮ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর মদিনা

দুবাইতে ২১ বছর হলেই মদের লাইসেন্স, লাগছে না টাকা

ওমরাহ ভিসার মেয়াদ বাড়ালো সৌদি

অনলাইন ডেস্ক