4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

২০ বছরে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ কমেছে ১১ শতাংশ

মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মেট্রোপলিটন এলাকাতে শ্বেতাঙ্গদের সংখ্যা কমেছে। অপরদিকে অভিবাসী সমাজের বসতি বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের সেনসাস রিপোর্ট বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশের পর এসব তথ্য জানা গেছে।

 

রিপোর্টে দেখা গেছে, ২০১০ সালের পর থেকে সার্বিকভাবে শ্বেতাঙ্গদের সংখ্যা ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নন-হিসপ্যানিক (লাতিন আমেরিকান নয় এমন) লোকের সংখ্যা মোট জনসংখ্যার ৫৮ শতাংশ, ২০১০ সালে যা ছি ৬৩ দশমিক ৭ শতাংশ। তারও ১০ বছর আগে ছিল ৬৯ শতাংশ। অর্থাৎ ২০ বছরের ব্যবধানে শ্বেতাঙ্গ আমেরিকানের সংখ্যা কমেছে ১১%।

 

আদমশুমারি শুরুর পর থেকে এই প্রথম শ্বেতাঙ্গদের সংখ্যা ৬০ শতাংশের নিচে নেমে এসেছে।

 

এদিকে, গত এক দশকে সংখ্যালঘু, হিসপ্যানিক এবং এশিয়ানদের সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়ে শ্বেতাঙ্গদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। গত দশকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ কোটি ৩০ লাখ। হিসপ্যানিক বা ল্যাটিনো জনসংখ্যা ২৩ শতাংশ, এশীয় জনসংখ্যা ৩৫ শতাংশ এবং কৃষ্ণাঙ্গদের জনসংখ্যা ৫ দশমিক ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

 

আরও জানা গেছে, শ্বেতাঙ্গ আমেরিকানের সিংহভাগই রিপাবলিকান সমর্থক। বারাক ওবামার রানিংমেট হিসেবে জো বাইডেন ২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকানদের চেয়ে যে পরিমাণের ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন, একই পরিমাণের ভোট পেয়ে গত ২০২০ নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। সুতরাং, জনসংখ্যার জাতিগত বৃদ্ধি-হ্রাসের সুফল সামনের নির্বাচনে ডেমক্র্যাটরা পেতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

 

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৮৭ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এক বিশেষ ক্ষমতায় অবৈধ অভিবাসীদেরকে বৈধতার সুযোগ দেন। ২০০৮ সালে বিদায় নেয়ার সময় প্রেসিডেন্ট জর্জ বুশ আরেক ঘোষণায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা নানাবিধ ক্যাটাগরিতে গ্রিনকার্ড পাননি, তাদেরকে অভিবাসনের মর্যাদা দেয়ার বিশেষ এক বিধি চালু করে যান।

 

এর আগে ও পরে ডেমোক্রেটরা হোয়াইট হাউজ এবং কংগ্রেসের নেতৃত্বে থাকলেও অবৈধ অভিবাসীদের জন্যে সামগ্রিক অর্থে কোনো পদক্ষেপই নেননি। তা সত্তে্বও নবাগত এবং অভিবাসী সমাজের পুরনো প্রায় সকলেই ডেমোক্রেটিক পার্টির প্রতি অনুরক্ত। ভোটার হিসেবে তালিকাভুক্তির সময়েও ৯০% জনের বেশি নিজেকে ডেমোক্রেট হিসেবে পরিচিত করছেন।

 

১৪ আগস্ট ২০২১
এনএইচ

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচা: সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন

১১ আগস্ট থেকে ভারতীয় ভিসা সেন্টার চালু

হোম সেক্রেটারি নিয়োগ নিয়ে তোপের মুখে ঋষি সুনাক