5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পরিবর্তিত যুক্তরাজ্যের গ্র্যাজুয়েট ভিসা মেয়াদ ঘোষণা

যুক্তরাজ্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট রুট ভিসা সংক্রান্ত নিয়মে নতুন পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পর দুই বছরের জন্য আবেদন করা যাবে। পিএইচডি স্নাতকরা তিন বছরের জন্য গ্র্যাজুয়েট রুটে আবেদন করতে পারবেন।

 

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ব্রিটিশ সরকার তাদের স্টেটমেন্ট অব চেঞ্জ প্রকাশ করেছে। এতে স্পষ্ট করা হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরে যারা আবেদন করবেন তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য ১৮ মাসের ভিসা পাবেন। তবে পিএইচডি স্নাতকরা আগের মতো তিন বছরের ভিসা পাবেন।

এই পরিবর্তন মূলত যুক্তরাজ্যের উচ্চশিক্ষা শেষ করা শিক্ষার্থীদের জন্য ভিসার মেয়াদ এবং কাজের সুযোগকে আরও সুসংগঠিত ও নির্দিষ্ট করে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা সীমিত সময়ের মধ্যে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং দেশের শ্রমবাজারে অবদান রাখতে পারবেন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “এই পরিবর্তনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য পরিষ্কার ও নির্ভরযোগ্য গ্র্যাজুয়েট রুট নিশ্চিত করতে চাই। এটি তাদের যুক্তরাজ্যে শিক্ষা শেষ করার পর কর্মজীবনে অংশগ্রহণের সুযোগ দেবে।”

এছাড়া, নতুন নিয়মের আলোকে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী উভয়ই প্রস্তুতি নিতে শুরু করেছে। শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, তারা নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী আবেদন এবং কর্মসংস্থানের পরিকল্পনা আগে থেকেই তৈরি রাখবেন।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যের গ্র্যাজুয়েট রুট ভিসা হবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ১৮ মাস এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য তিন বছর, যা শিক্ষা শেষে কাজের সুযোগ ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৬ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচা: শরিয়াহ কমপ্লায়েন্স মর্গেজ

তালেবান সরকার গঠন করলে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

লকডাউনে চরম অর্থ সংকটে ব্রিটেনের পাবগুলো

নিউজ ডেস্ক