মিসরীয় লোহিত সাগরের বুকে ডুবুরি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ব্রিটিশ পর্যটক নিখোঁজ রয়েছেন। এছাড়াও নৌকা থেকে ১২ ব্রিটিশসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। হারিকেন নামক নৌকাটি মারসা আলম উপকূলে অবস্থান করছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তারা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নৌকাটির পরিচালক টর্নেডো মেরিন ফ্লিট বলেছে, এটিতে ১২ জন ক্রু এবং দুই জন গাইডের সঙ্গে ১৫ জন ব্রিটিশ নাগরিক ছিল। যদিও এই সংখ্যাটি লোহিত সাগর কর্তৃপক্ষের প্রদান করা সংখ্যার সঙ্গে মিলেনি।
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, পাবলিক প্রসিকিউটর তদন্ত শুরু করার পর প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে ইঞ্জিন কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল।
উদ্ধার করা সকলেই সুস্থ অবস্থায় ছিল। হারিকেন নামক নৌকাটি টর্নেডো মেরিনে ফ্লিট পরিচালিত নৌকাগুলোর মধ্যে অন্যতম।
একজন মুখপাত্র বলেছেন, এলফিনস্টোন রিফে যখন একজন ক্রু ডাইভিয়ের ব্রিফিং করছিলেন তখন অগ্নিকাণ্ড ঘটে।
পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা সংশ্লিষ্ট ব্রিটিশ নাগরিকদের পাশে আছে। একজন মুখপাত্র বলেন, মারসা আলম উপকূলের নিকট দুর্ঘটনার শিকার নৌকায় থাকা ব্রিটিশ নাগরিকদের সহায়তার জন্য আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি।
এম.কে
১২ জুন ২০২৩