টহলরত পুলিশ একটি গাড়ি থামালে জানা যায় এক চমকপ্রদ তথ্য! ড্রাইভিং সিটে থাকা ব্যক্তি অফিসারদের বলেছেন, তিনি ৭০ বছরেরও বেশি সময় ধরে লাইসেন্স বা বীমা ছাড়াই গাড়ি চালাচ্ছেন।
পুলিশ বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নটিংহামের বুলওয়েলে টেসকো এক্সট্রার কাছে লোকটিকে আটক করা হয়।
অফিসাররা জানান, ১৯৩৮ সালে জন্মগ্রহণকারী সেই ড্রাইভার মাত্র ১২ বছর বয়স থেকে কোনো ধরনের লাইসেন্স বা বীমা ছাড়াই গাড়ি চালাচ্ছেন এবং পুলিশ তাকে কখনও বাঁধা দেয়নি।
ফেসবুকে, বুলওয়েল, রাইজ পার্ক এবং হাইবারি ভেল পুলিশ টিম বলেছে তার কোনো দুর্ঘটনার রেকর্ড নেই।
তারা বলেন, ‘সৌভাগ্যক্রমে তিনি কখনও দুর্ঘটনা ঘটাননি, কাউকে আঘাত করেননি, এবং বীমাহীন অবস্থায় আঘাত করে কাউকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেননি।’
এ ঘটনায় ওই ব্যক্তির কি শাস্তি হয়েছে তা এখনো জানা না গেলেও, পুলিশ সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, ‘নটিংহামে ক্যামেরার সংখ্যা বৃদ্ধির কারণে, এমনকি ছোট ট্রিপেও আপনি ধরা পড়তে পারেন। তাই শাস্তি এড়াতে চাইলে আপনার সব ডকুমেন্ট ঠিকঠাক রাখুন।’
২৮ জানুয়ারি ২০২২
সূত্র: বিবিসি
এনএইচ