10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

উত্তর আয়ারল্যান্ডে ৬০০ পাউন্ড এনার্জি বিল সাপোর্ট নিশ্চিত করলো সরকার

উত্তর আয়ারল্যান্ডের প্রত্যেক পরিবার এনার্জি বিলের সহায়তা হিসেবে এককালীন ৬০০ পাউন্ড দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এই সহায়তা ২০২৩ সালের জানুয়ারিতে পরিবারগুলোর হাতে পৌঁছাবে বলে জানা যায়।

 

একটি বিবৃতিতে সরকার জানায়, এই ৬০০ পাউন্ড সরাসরি কিছু গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হবে। অন্যান্য গ্রাহকরা ৬০০ পাউন্ড মূল্যের একটি ভাউচার পাবেন যা তারা রিডিম করতে পারবেন

 

সরকার জানিয়েছে, এই সহায়তা গ্রহণের জন্য যা যা লাগবে তা শীগগিরই জানানো হবে।

 

একইসাথে সরকার জনগণকে বিদ্যুৎ সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছে। মূলত প্রতারণা এড়াতে এই সতর্কতা নিতে বলা হয়েছে। বিশেষ করে গ্রাহকদের ব্যাংকের বিবরণ অন্য কাউকে না দিতে বলা হয়েছে।

 

২০ ডিসেম্বর ২০২২
সূত্র: আইটিভি

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা বাড়লো

ব্রডব্যান্ড বিল বাঁচাতে অফকমের আহ্বান

ল’ উইথ এন রহমান | 22 March 2021

অনলাইন ডেস্ক