12 C
London
September 22, 2023
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ঝড় ক্রিস্টোফের কারণে ব্রিটেনজুড়ে ভয়াবহ বন্যার সম্ভাবনা

যুক্তরাজ্যে হানা দিচ্ছে ঝড় ‘ক্রিস্টোফ’।  এই ঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যার আগাম সতর্কতা দিয়েছে মেট অফিস।

 

আবহাওয়া অফিস জানায়, ঝড় ‘ক্রিস্টোফ’ আটলান্টিক মহাসাগর থেকে সরে যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে, সাথে নিয়ে আসছে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। এই ঝড়ের আগমনে গ্রেটার ম্যানচেস্টার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকির মুখে পরতে পারে মধ্য ও উত্তর ইংল্যান্ড।

 

জানা যায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) ইংল্যান্ডের পশ্চিম ও উত্তরাঞ্চলের পাশাপাশি উত্তর আয়ারল্যান্ডে ভারী বৃষ্টিপাতের সাথে মেঘলা আকাশের সম্ভবনা রয়েছে।

 

পরের দিন বুধবার (২০ জানুয়ারি) উত্তরাঞ্চলীয় আয়ারল্যান্ড এবং দক্ষিণ স্কটল্যান্ডে ৩০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, স্কটল্যান্ডে এবং উত্তর আয়ারল্যান্ডের পাহাড়ে তুষার ঝড়ের সম্ভবনা রয়েছে।

 

আগামী তিন দিন যুক্তরাজ্য জুড়ে ভয়াবহ বন্যাসহ বেশ কয়েকটি সতর্কতা দেয়া হয়েছে। বিরূপ আবহাওয়ায় প্রাণ হানির মতো ঘটনাও ঘটতে পারে বলে জানায় মেট অফিস।

 

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১
এসএফ/এনএইচ

আরো পড়ুন

সারাহ এভারার্ড ধর্ষণ ও হত্যার দায়ে পুলিশ কর্মকর্তার আজীবন কারাদণ্ড

বঙ্গবন্ধুর সঙ্গে আমার বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল: ট্রুডো

যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নিউজিল্যান্ড