4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

দক্ষিণ ইয়র্কশায়ারে ১৮০০ কর্মসংস্থান তৈরি করবে ইকো এয়ারশিপ

দক্ষিণ ইয়র্কশায়ারে ১০টি নতুন পরিবেশ বান্ধব এয়ারশিপ চালু হলে প্রায় ১৮০০ কর্মসংস্থান তৈরি হবে।

 

বেডফোর্ড-ভিত্তিক কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস (HAV) বুধবার (১৫ জুন) ঘোষণা করেছে যে এটি একটি স্প্যানিশ এয়ারলানের সাথে ১০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন ১০টি হিলিয়াম-ভরা এয়ারশিপ প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে৷ বলা হচ্ছে, আকাশ পথে চলাচলে কার্বন নির্গমন কমাবে এটি।

 

Photograph: Hybrid Air Vehicles

 

বিজনেস সেক্রেটারি কোয়াসি কোয়ার্টেং বলেছেন, এই এয়ারল্যান্ডারগুলো প্রমাণ করে সবুজ বিপ্লবে যুক্তরাজ্য সামনের সারিতে আছে।

 

তিনি বলেন, বিমান চলাচলকে আরও পরিবেশবান্ধব করতে এই হাইব্রিড এয়ারক্রাফটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

২০২৬ সালে এটি যাত্রীবহন শুরু করবে বলে জানা যায়। তবে কোন কোন রুটে চলাচল করবে তা এখনও প্রকাশ করা হয়নি।

 

১৬ জুন ২০২২
সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

আরো পড়ুন

যুক্তরাজ্যে তোপের মুখে পড়তে যাচ্ছেন এলন মাস্ক

ফের বাবা হতে চলেছেন বরিস জনসন

ইইউ নাগরিকদের ঢুকতে দিচ্ছে না ইউকে, বিভ্রান্তিকর ভ্রমণনীতির কারণে ভীত যাত্রীরা

অনলাইন ডেস্ক