6.2 C
London
October 30, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

‘প্রথমবার’ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে শিরোপা জয়ের স্বপ্নপূরণ করলো। টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৭৩ রানের বড় টার্গেটের জবাবে মাঠে নেমে অজিরা ৮ উইকেট ও ৭ বল হাতে রেখেই শিরোপা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

 

দুবাইয়ে ফাইনাল মহারণের আগেই আলোচনা চলছিল ‘টস ভাগ্য’ নিয়ে। এবারের বিশ্বকাপের রাতের ম্যাচগুলোতে ভাগ্য অনেকটাই গড়ে দিয়েছিল টস।‘টস জিতে ফিল্ডিং, আর শেষ ইনিংসে ব্যাট করে ম্যাচ জয়’ চিত্রনাট্য বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই যেন হয়ে আসছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল যুদ্ধের ময়দান দুবাইয়ে হওয়া ৭৪টি টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা দল ৩৮ বার ম্যাচ জিতেছে।


শেষমেশ ফাইনালেও দেখা গেল একই চিত্র। রোববার (১৪ নভেম্বর) টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। শেষমেশ শিরোপা ধরা দিল অজিদের হাতে। অন্যদিকে, প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে আবারও আক্ষেপে পুড়ল নিউজিল্যান্ড। 
১৪ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

কোরআন অবমাননা নিয়ে নতুন সিদ্ধান্তে ডেনমার্ক

সোমবার থেকে চালু ওমরাহ ভিসা

বরিস জনসনের ব্যক্তিগত ফোন নাম্বার ১৫ বছর ধরে অনলাইনে