4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

ফাইজারের করোনা ওষুধ ৮৯ শতাংশ কার্যকরী, কমে মৃত্যু ঝুঁকি

কোভিড চিকিৎসায় ফাইজারের তৈরি পিল মৃত্যুঝুঁকি কমায় বলে প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় চলে যাওয়া বয়স্কদের মৃত্যু হ্রাসে এ ওষুধ খুবই কার্যকর। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়া এড়াতেও এটি বেশ কাজ করছে। তাদের গবেষণায় পিলটি ৮৯ শতাংশ কার্যকরী বলে প্রমাণ মিলেছে।

 

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার বলছে, তাদের তৈরি কোভিড-১৯ এন্টিভাইরাল পিল রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়। মুখে গ্রহণের প্যাক্সলোভিড নামের এ ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে এই ফল পাওয়া গেছে।

 

কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্টা বলেছেন, “ওষুধটি রোগীর জীবন বাঁচানো, কোভিডে গুরুতর অসুস্থতা কমানো এবং ১০ জনের মধ্যে ৯ জনেরই হাসপাতালে ভর্তি ঠেকিয়ে দিতে কার্যকর।”

 

প্রাথমিক ট্রায়ালে অনেক বেশি ইতিবাচক ফল আসায় আগেভাগেই ট্রায়াল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ফাইজার।

 

৭ নভেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পূর্ব ইউরোপে সৈন্য পাঠাবে যুক্তরাজ্য: বরিস জনসন

অনলাইন ডেস্ক

লন্ডনে মুঘলদের মূল্যবান হিরা-পান্নার চশমা নিলামে

মারা গেছেন ৬০ বছর গোসল না করা আমু হাজি