6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্য ভ্রমণে কোয়ারেন্টাইনের দিন শেষ হলো

যুক্তরাজ্য ভ্রমণকারীদের জন্য সুখবর। একইসঙ্গে বাংলাদেশসহ ৩২টি দেশে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাজ্য। তাছাড়া বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী ১১ অক্টোবর থেকে টিকা সনদ কার্যকর হবে বলে জানিয়েছে হাইকমিশন। ফলে এই দিন থেকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ভ্রমণে এই সনদ ব্যবহার করলে কোয়ারেন্টিনে থাকা লাগছে না।

 

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে বিভিন্ন দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাজ্য। সবশেষ শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল দেশটি।

 

এদিকে নতুন করে আরও ৪৭টি দেশকে লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগমন্ত্রী। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই বিভিন্ন দেশে ভ্রমণে যেতে পারবেন।

এক বিবৃতিতে লন্ডনের বাংলাদেশ দূতাবাস জানায়, আগামী ১১ অক্টোবর ভোর ৪টা থেকে এই টিকা সনদ কার্যকর হবে। অর্থাৎ ১১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের টিকার ডাবল ডোজ নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর এ তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য।

 

৯ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

সরকারের প্রতি দলীয় এমপিদের অনাস্থা, সরে দাঁড়াতে চান থেরেসা মে

Law with N. Rahman | 21 March

বিশ্বে ১০ কোটিরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত