3 C
London
November 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের রুয়ান্ডা নীতি বাস্তবায়নের আইন আবার সংসদে

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের নতুন পরিকল্পনাটি আগামী সপ্তাহে আবারও ব্রিটিশ সংসদে উঠতে যাচ্ছে৷ আদালতের বাঁধা দূর করতে এই আইনটি পাশ করতে চায় ঋষি সুনাক সরকার৷

গত মাসে এই আইনের খসড়ার উপর পার্লামেন্টে প্রথম ভোটাভুটি হয়৷ কিন্তু নিজ দলের নেতাদের অনেকেই এর বিরোধিতা করায় সুনাক তার সরকারের আমলের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন৷ তবে শেষ পর্যন্ত তাদের প্রায় ৩০ জন রক্ষণশীল সদস্য ভোটদানে বিরত থাকতে সম্মত হওয়ায় প্রত্যাশার চেয়েও স্বস্তির জয় পায় সরকার৷

রক্ষণশীল এই পক্ষটির দাবি বিলটিকে আরো কঠোর করতে হবে৷ আর তা না হলে পার্লামেন্টারি প্রক্রিয়ার পরবর্তী ধাপে তারা বিপক্ষে ভোট দেবেন বলে হুমকি দিয়ে রেখেছেন৷

হাউস অব কমন্সের নেতা পেনি মর্ডান্ট মঙ্গলবার বলেছেন বিলটি নিয়ে ১৬ ও ১৭ জানুয়ারি বিতর্ক চলবে এবং বিলটিতে সংশোধনী আনার প্রথম সুযোগ পাবেন৷

ফ্রান্স থেকে নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে চেষ্টা চালাচ্ছে ব্রিটিশ সরকার৷ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নির্বাচনি প্রচারেরও অন্যতম স্লোগান ছিল ‘নৌকা থামাও’৷ এজন্য আগের সরকারের আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নেরও ঘোষণা দেন তিনি৷

কিন্তু রুয়ান্ডার সাথে করা চুক্তিটি আন্তর্জাতিক ও ব্রিটিশ মানবাধিকার আইনের পরিপন্থি বলে রায় দেন সুপ্রিম কোর্ট৷ এতে বিপাকে পড়ে সরকার৷

প্রতিক্রিয়ায় সুনাক পূর্ব আফ্রিকার দেশটির সাথে নতুন চুক্তি করেন৷ সেই সঙ্গে আইনি বাঁধা পেরুতে পার্লামেন্টে নতুন বিল আনেন৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৩ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

অবৈধপথে গিয়ে আশ্রয় চাওয়াদের যুক্তরাজ্যে অবস্থান ঠেকাতে নতুন আইন

যুক্তরাজ্যের নির্বাচনঃ বাঙালি কন্যা রুশনারা, রুপা, আফসানাও জয়ী

নতুন রেকর্ড ভাঙল এনএইচএসের ওয়েটিং লিস্ট