13.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মেট পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মেট্রোপলিটন পুলিশের একজন সার্জেন্টের বিরুদ্ধে পূর্ব সাসেক্সের ব্রাইটনের একটি সমুদ্র সৈকতে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

সাসেক্স পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ডিটেনশন ইউনিটে কর্মরত ৩৩ বছর বয়সী লরেন্স নাইটকে ১৭ জুলাই ২০২১-এ করা অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে।

 

২০২১ সালের ২৮ জুলাই গ্রেপ্তার হন নাইট এবং তখন থেকে তিনি জামিনে রয়েছেন। তাকে ২৩ জুন ব্রাইটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে এবং তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

 

মেট ডিটেনশনের দায়িত্বে থাকা চিফ সুপারিনটেনডেন্ট পিট গার্ডনার বলেছেন: “আমরা জানি একজন কর্মরত পুলিশ অফিসারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের কথা শুনে লোকেরা ঠিকই উদ্বিগ্ন হবে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য এবং ভুক্তভোগীকে ক্রমাগত বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য সাসেক্স পুলিশের কাছে আমি কৃতজ্ঞ”।

 

“মেটের ডিরেক্টরেট অফ প্রফেশনাল স্ট্যান্ডার্ড সম্পূর্ণরূপে বজায় রাখা হবে এবং ফৌজদারি কার্যক্রম শেষ হওয়ার পরে বিষয়গুলি মোকাবেলা করা হবে,” তিনি যোগ করেন।

 

২৮ মে ২০২২
এনএইচ

 

আরো পড়ুন

What does Budget 2021 mean for the housing market?

অনলাইন ডেস্ক

এনার্জি বিল বাড়ায় বন্ধ হওয়ার ঝুঁকিতে ব্রিটেনের শত শত ক্ষুদ্র ব্যবসা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের খাবার পানি’র উৎস মিঠা পানির হ্রদে বিষক্রিয়া, বিপর্যয়ের শঙ্কা