10.7 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের স্কুলবাসের লাগেজ বাক্সে অভিবাসী

ফ্রান্স থেকে ফেরা যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের একটি স্কুলের গাড়ির লাগেজের বাক্সে দুইজন অভিবাসন প্রত্যাশীর সন্ধান পাওয়া গিয়েছে৷ পুলিশের ধারণা, এই দুই অভিবাসী অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন৷

৩৬ জন স্কুল শিক্ষার্থী নিয়ে দুইদিনের সফরে ফ্রান্স গিয়েছিল গাড়িটি৷ শনিবার যুক্তরাজ্যে ফেরার পর লাগেজের বক্সে অভিবাসীদের দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়৷

নিজের সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়া এক মা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘‘ আমি একজন লোককে দেখেছি তার মাথা হুডি দিয়ে ঢাকা ছিল৷ আমার মনে হয়, দুইজন পুরুষ ছিলেন৷’’

তিনি বলেন, দেখে মনে হয়েছে তাদের বয়স ২০ তেকে ৩০ বছরের মধ্যে৷ ঘটনার বিষয়ে পুলিশ জানায়, তাদেরকে শনিবার স্থানীয় সময় বিকেলে এই বিষয়ে খবর দেওয়া হয়৷

এদিকে বিবিসির পক্ষ থেকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ তবে দপ্তর থেকে বলা হয়, ‘‘অনিয়মিত পথে অভিবাসন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে সরকার৷’’

সূত্রঃবিবিসি

এম.কে
১৫ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ব্রিটেনের শীর্ষ ধনী পরিবারের প্রধান এসপি হিন্দুজার প্রয়াণ

দেশে জনসন অ্যান্ড জনসনের করোনার ভ্যাকসিন অনুমোদন

অনলাইন ডেস্ক

ইউকে ডট গভের জরিপে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান মেয়র সাদিক খান