ফ্রান্স থেকে ফেরা যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের একটি স্কুলের গাড়ির লাগেজের বাক্সে দুইজন অভিবাসন প্রত্যাশীর সন্ধান পাওয়া গিয়েছে৷ পুলিশের ধারণা, এই দুই অভিবাসী অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন৷
৩৬ জন স্কুল শিক্ষার্থী নিয়ে দুইদিনের সফরে ফ্রান্স গিয়েছিল গাড়িটি৷ শনিবার যুক্তরাজ্যে ফেরার পর লাগেজের বক্সে অভিবাসীদের দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়৷
নিজের সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়া এক মা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘‘ আমি একজন লোককে দেখেছি তার মাথা হুডি দিয়ে ঢাকা ছিল৷ আমার মনে হয়, দুইজন পুরুষ ছিলেন৷’’
তিনি বলেন, দেখে মনে হয়েছে তাদের বয়স ২০ তেকে ৩০ বছরের মধ্যে৷ ঘটনার বিষয়ে পুলিশ জানায়, তাদেরকে শনিবার স্থানীয় সময় বিকেলে এই বিষয়ে খবর দেওয়া হয়৷
এদিকে বিবিসির পক্ষ থেকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ তবে দপ্তর থেকে বলা হয়, ‘‘অনিয়মিত পথে অভিবাসন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে সরকার৷’’
সূত্রঃবিবিসি
এম.কে
১৫ ফেব্রুয়ারি ২০২৪