TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দক্ষিণ ও মধ্য ওয়েলসে হলুদ সতর্কতা, বন্যা–বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

ওয়েলসে টানা দুই দিনে ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে বন্যা, বিদ্যুৎ বিভ্রাট এবং ভ্রমণ বিঘ্নের সম্ভাবনা দেখা দিয়েছে। মেট অফিস শনিবার ও সোমবারের জন্য হলুদ আবহাওয়া সতর্কতা জারি করেছে, যা দক্ষিণ ও মধ্য ওয়েলসজুড়ে প্রযোজ্য হবে।

শনিবার 06:00 থেকে রাত 23:59 পর্যন্ত এবং সোমবার রাত 00:00 থেকে দুপুর 15:00 পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ২০ থেকে ৫০ মিমি এবং সোমবার ২০ থেকে ৮০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উভয় দিনেই শক্তিশালী বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

মেট অফিস জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে কিছু এলাকায় পানি জমে বন্যা দেখা দিতে পারে এবং সড়ক ও রেলপথে চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হতে পারে। বাস–ট্রেনের সময়সূচি ব্যাহত হতে পারে, যাত্রার সময় বাড়তে পারে এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটেরও “সামান্য সম্ভাবনা” রয়েছে।

দুই সপ্তাহ আগে স্টর্ম ক্লডিয়ার আঘাতে মনমাউথের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি প্লাবিত হয়েছিল। নতুন সতর্কতাকে অনেকেই সেই পরিস্থিতির পর আরেকটি সম্ভাব্য বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে দেখছেন।

হলুদ সতর্কতার আওতায় থাকা অঞ্চলগুলো হলো: ব্লেনাই গওয়েন্ট, ব্রিজেন্ড, কায়ারফিলি, কার্ডিফ, কারমার্থেনশায়ার, সেরেডিজিয়ন, মার্থার টিডফিল, মোনমাউথশায়ার, নিথ পোর্ট ট্যালবট, নিউপোর্ট, পেমব্রোকশায়ার, পওয়িস, রনদা কিনন টাফ, সোয়ানসি, টরভেইন এবং ভেল অফ গ্ল্যামরগান।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউকের ভোক্তারা

ক্যান্সার শনাক্তে নতুন পদ্ধতি আবিষ্কার করলেন ব্রিটিশ গবেষকরা

রুয়ান্ডা প্রকল্পের অর্থ দিয়ে নজরদারি সরঞ্জাম কিনবে যুক্তরাজ্য