2.2 C
London
November 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বন্ধ হতে যাচ্ছে উইলকো’র স্টোর

যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান উইলকো
আগামী মাসে তাদের সব হোমওয়্যার স্টোর বন্ধ করে দেবে। ফলে কমপক্ষে ৯ হাজার ১০০ জন চাকরি হারাবেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

উইলকো ১৯৩০ সালে মধ্য ইংল্যান্ডের লেইস্টারে
একটি হার্ডওয়্যার স্টোর হিসেবে যাত্রা করেছিল।উচ্চ মূল্যস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সুদহার বৃদ্ধি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যের কঠিন অর্থনৈতিক চাপ সহ্য করতে পারেনি প্রতিষ্ঠানটি।

পারিবারিক মালিকানাধীন বাজেট খুচরা বিক্রেতার
প্রশাসক পিডব্লিউসি বলেছে, উইলকোর ব্যবসায়িক কার্যক্রমের কোনো অংশ রক্ষা করা যাবে না।প্রতিবন্ধকতামূলক বাণিজ্যিক পরিস্থিতি মোকাবেলায় উইলকো জরুরি তহবিল জোগাড় করতে না পারায় পিডব্লিউসি দায়িত্ব গ্রহণ করে।

পিডব্লিউসি নিশ্চিত করেছে, ১২৪টি উইলকো স্টোর
২১ সেপ্টেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে, বাকি দুটি স্টোর বন্ধের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।শুক্রবার থেকে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন সেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

জিএমবি ট্রেড ইউনিয়ন প্রায় চার হাজার উইলকো
শ্রমিকের প্রতিনিধিত্ব করে।তারা ধারণা করছে, মোট ১২ হাজার ৫০০ কর্মচারী ছাঁটাই করা হবে।যদিও তারা বিস্তারিত এখন পর্যন্ত জানায়নি।

পিডব্লিউসি উইলকো ব্যবসার বিভিন্ন অংশ বিক্রির
জন্য সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছে।এইচএমভি মিউজিক স্টোরের মালিক ডগ পুটম্যান ও পিডব্লিউসির প্রচেষ্টা সত্ত্বেও তারা চুক্তির জন্য
অবকাঠামোগত ব্যয় দ্রুত কমাতে পারেনি বলে সংবাদে জানা যায়।

এম.কে
১৩ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

সেন্ট জর্জ চ্যাপেলে সমাহিত প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

সিকিউরিটি স্টাফের ধর্মঘটের কারণে যুক্তরাজ্যের কোর্ট সার্ভিস অচল হবার সম্ভাবনা

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণায় লন্ডনের এক ব্যক্তির কারাদণ্ড

নিউজ ডেস্ক