লন্ডনবাসীদের জন্য নতুন ট্রেন ধর্মঘটের খবর ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছে। মে মাসের শুরুতেই ট্রেন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
মে মাসের শুরুর দিকে এএসএলইএফ(অ্যাসলেফ)১৬ টি ট্রেন কোম্পানি মাসের ৮ ভিন্ন দিনে ২৪ ঘন্টা রেল ধর্মঘটের ডাক দিয়েছে।
লন্ডনের মেয়র সাদিক খান জাতীয় ইউনিয়ন অফ রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি) এক সপ্তাহব্যাপী ওয়াকআউট প্রতিরোধ করতে ৩০ মিলিয়ন পাউন্ডের সরকারী তহবিল ঘোষণা করার তিন মাস পরে এই ধর্মঘটের ডাক আসলো।
৭মে মঙ্গলবার হতে বৃহস্পতিবার ৯ মে পর্যন্ত ট্রেন ড্রাইভাররা টানা তিনটি তারিখে ২৪ ঘন্টা ধর্মঘট পালন করবেন বলে জানা যায়।
৬ মে সোমবার থেকে ১১ মে শনিবার পর্যন্ত সমস্ত ট্রেন সংস্থাগুলোর ওভারটাইম বাতিল করা হয়েছে। যার কারণে ধর্মঘটের দিনগুলোতে অপারেটরদের কাছ থেকে কোনও ধরনের পরিষেবা পাওয়ার সম্ভাবনা থাকবে না।
যার কারণে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের ৬ মে হতে ১১ মে পর্যন্ত হলিডে যাত্রা বা হলিডে বুকিং করার আগে ধর্মঘট বিষয়ে তথ্যগুলো পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড
এম.কে
৩০ এপ্রিল ২০২৪