TV3 BANGLA
ইউরোপ

যেসব দেশের নাগরিকদের তুরস্ক ভ্রমণে লাগবে না ভিসা

সম্প্রতি নিজেদের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশ ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে। এবার একই ধরনের উদ্যোগ নিল ইউরেশিয়ান দেশ তুরস্ক। সৌদি আরবসহ ছয়টি দেশের নাগরিকদের তুরস্কে ভিসামুক্ত প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার ২২ ডিসেম্বর এ সিদ্ধান্ত জারি করা হয়, যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শনিবার।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের ভিসা ছাড় দেয়ার সিদ্ধান্ত জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের নতুন এই ঘোষণায় উল্লেখিত ছয় দেশের নাগরিক ভিসা ছাড়াই প্রতি ১৮০ দিনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দেশটিতে ভ্রমণ করার সুযোগ পাবেন।

সূত্রঃ সৌদি গেজেট

এম.কে
২৬ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ওজন কমানোর ওষুধ বানিয়ে ইউরোপে অর্থনীতির শীর্ষে কোম্পানি

যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে সিঙ্গেল ট্যাক্সে নাকাল ব্যাচেলররা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: মানবপাচার নিয়ে সতর্ক করল জাতিসংঘ