3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রাজা চার্লসের কয়েক দশকের প্রেম, কে এই ক্যামিলা

স্বামী রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে ব্রিটেনের নতুন কুইন কনসর্ট হন ক্যামিলা। রাজার সঙ্গে তিনিও নেন নতুন এবং আরও গুরুত্বপূর্ণ ভূমিকা।

রাজা চার্লস যখন আনুষ্ঠানিকভাবে প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শোক জানাচ্ছিলেন, তখন ক্যামিলা রাজার পাশেই ছিলেন এবং নিজের নতুন ভূমিকা গ্রহণ করেন। চার্লসের জীবনের ভালোবাসা তিনি। সেই সঙ্গে কয়েক দশকের পরামর্শদাতা ও বিশ্বস্ত সঙ্গী। ৬ মে ২৯তম কুইন কনসর্ট হিসেবে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে তার অভিষেক হবে।

চার্লস ও ক্যামিলা ২০০৫ সালে বিয়ে করেন। এর পর থেকেই রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে স্বামীর প্রতি সমর্থন জোগানো এবং নারী ও শিশুদের সহায়তার মাধ্যমে দাতব্য কাজে লেগে থেকে কঠোর পরিশ্রম করেন তিনি।

কিন্তু এরপরও ব্রিটেনের কেউ কেউ এই দম্পতির দীর্ঘকাল ধরে চলা বিবাহবহির্ভূত সম্পর্ক এবং এর কারণে চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার যন্ত্রণা ভোগের কথা ভুলে যাওয়া বা ক্ষমা করা কঠিন বলে মনে করেন।

 

 

 

 

নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’-এর সাম্প্রতিক সিজনগুলো সেই অস্থির সময়টাকে আবারও সামনে এনেছে। এর মাধ্যমে কিছু দর্শকের কাছে ক্যামিলাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং অন্যদের ক্যামিলার অতীত মনে করিয়ে দিয়েছে।
ক্যামিলার জন্ম ১৯৪৭ সালের জুলাই মাসে। তার নাম রাখা হয়েছিল ক্যামিলা শ্যান্ড। তিনি গ্রামাঞ্চলে বড় হয়েছিলেন। সেখানেই ঘোড়ায় চড়ার প্রতি তার বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল।

জানা গেছে, ১৯৭০ সালে উইন্ডসরে একটি ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় চার্লসের সঙ্গে প্রথম দেখা হয় ক্যামিলার। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। পরের বছর চার্লস রয়্যাল নেভিতে যোগ দেন। এ সময় নৌবাহিনীতে দায়িত্ব পালনের অংশ হিসেবে যখন তিনি দেশের বাইরে যান, ক্যামিলা অশ্বারোহী কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলসকে বিয়ে করেন। সত্তরের দশকে এই দম্পতির দুই সন্তান হয়।

এদিকে ১৯৮১ সালে ডায়ানা স্পেনসারকে বিয়ে করেন চার্লস। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল রূপকথার গল্পের মতো জাঁকজমকপূর্ণ, যা গোটা বিশ্বের লাখো মানুষ দেখেছেন। তবে চার্লস ১৯৯৪ সালে স্বীকার করেন, ক্যামিলার সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক আছে।

 

 

 

 

পরের বছর বিবিসিকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ডায়ানাও চার্লসের এবং তার নিজেরও বিশ্বাস ভঙ্গের কথা নিশ্চিত করেন। ক্যামিলার বিষয়টি ইঙ্গিত করে ডায়ানার বিখ্যাত উক্তিটি ছিল, ‘চার্লসের সঙ্গে বিয়েতে আমরা তিনজন ছিলাম। তাই বলা যায়, এটি কিছুটা ভঙ্গুরই ছিল।’

ক্যামিলা ও পার্কারের মধ্যে ১৯৯৫ সালে বিচ্ছেদ হয়। পরের বছরই বিচ্ছেদ হয় চার্লস ও ডায়ানার। ডায়ানার প্রতি জনসাধারণ ও সংবাদমাধ্যমের সমর্থনের কারণে ক্যামিলা নিজেকে আড়ালে সরিয়ে নেন। ১৯৯৭ সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ডায়ানার মৃত্যুর পর তার প্রতি সহানুভূতির জোয়ার বয়ে গেলে ডায়ানাপন্থী ও ক্যামিলা-বিরোধী মনোভাব আরও বেড়ে যায়।

১৯৯৯ সালে রাজকীয় বাসভবন ক্ল্যারেন্স হাউস চার্লসের সঙ্গে ক্যামিলার প্রথম উপস্থিতি জনসাধারণের কাছে নতুন করে তুলে ধরতে লন্ডনের রিটজ হোটেলের বাইরে খুবই পরিকল্পিতভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সে সময় চার্লসের সঙ্গে থাকতে ক্যামিলা ওই হাউসে উঠেছিলেন। এর পর থেকে দাপ্তরিক কাগজপত্রে তার নাম দেখা যায়।

রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মতিতে ছয় বছর পর উইন্ডসরে দুজন যখন বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন তাদের কয়েক দশকের প্রেম চূড়ান্ত পরিণতি পায়। ডাচেস অব কর্নওয়াল রাজকীয় পদবিতে ভূষিত হন ক্যামিলা। এভাবেই তার যুক্তরাজ্যের ভবিষ্যৎ কুইন কনসর্ট হওয়ার পথ নিশ্চিত হয়।

 

 

আরো পড়ুন

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আবারও বর্ডার ফোর্সের ধর্মঘটের ডাক

ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য কেমন যাচ্ছে ব্রেক্সিট?

নিউজ ডেস্ক

রানি এলিজাবেথের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক