13.4 C
London
December 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনের সবচেয়ে ছোট্ট বাড়ির দাম মিলিয়ন ইউরো!

লন্ডনের এই বাড়িটির সবথেকে সংকীর্ণ স্থান ১.৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) প্রশস্ত। কিন্তু এই ছোট্ট বাড়িটি বিক্রি হচ্ছে ১.১ মিলিয়ন ইউরো দিয়ে।

 

লন্ডন শহরের পশ্চিমে শেফার্ড বুশে একটি চিকিত্সকের ক্লিনিক এবং একটি হেয়ারড্রেসিং সেলুনের মাঝখানে এই পাঁচতলা বাড়িটি অবস্থিত।

 

উইঙ্কওয়ার্থ এস্টেট এজেন্টস ডেভিড মায়ার্স ব্যাখ্যা করেছেন, বাড়িটির এতটা দাম হওয়ার কারণ এটির বৈচিত্র্যতা। লন্ডনে এটিই একমাত্র বাড়ি যেটি ৫ ফুট ৬ ইঞ্চি প্রশস্ত। এই পাঁচ তলা বাড়ির ঘরগুলো অন্যান্য বাড়ির থেকে একেবারে ভিন্ন। এমন বাড়ি লন্ডনে আর খুঁজে পাওয়া যাবে না।

 

বিল্ডিংটি মূলত ভিক্টোরিয়ান টুপির দোকান ছিল, যার উপরের তলাগুলিতে পণ্যদ্রব্য রাখার জন্য এবং লিভিং কোয়ার্টার হিসেবে ব্যাবহার করা হত। ১৯ শতকের শেষের দিকে বা ২০ শতকের গোড়ার দিকে বাড়িটিকে নতুন করে সাজানো হয়েছে।

 

এটি পিছনের বাগান এবং একটি চত্বর রয়েছে যা থেকে আপনি প্রতিবেশীদের বাড়িঘর এবং বাগানগুলো কত প্রশস্ত তা দেখতে পারবেন।

 

 

সূত্র: ইউরো নিউজ
১২ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

ঈদে লন্ডনে বসেই তৈরি করুন খাসির বাদশাহী বিরিয়ানি

অনলাইন ডেস্ক

ইইউর সঙ্গে বাণিজ্যিক সর্ম্পক জোরদারের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

অ্যাসাইলামপ্রার্থীদের অধিকার রক্ষায় ইইউ-এর নতুন দপ্তর