5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

২০২৪ সালে বিটকয়েনের দাম ‘দ্বিগুণ’ হবার সম্ভাবনা

বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের অভিমত পাওয়া যায়। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল এই মুদ্রাটির নানা উত্থান-পতন দেখা গেছে। ফলে এক বছর পর মুদ্রাটির অবস্থান কী হবে—তা আগে থেকে অনুমান করা কঠিন।

সম্প্রতি বিটকয়েনের ভবিষ্যৎ জানতে কিছু বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলেন ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদক নেরিন গ্রে দেশাই। মূলত আসন্ন বছর ২০২৪ সালে মুদ্রাটির অবস্থান কী হবে—তা জানতে চাওয়া হয়েছিল বিশেষজ্ঞদের কাছে।

বিটকয়েনের বর্তমান মূল্য যাচাই করতে গিয়ে দেখা গেছে, চলতি মাসের ডিসেম্বর শুরুর দিকেই হঠাৎ করে অস্বাভাবিক উত্থানের মধ্য দিয়ে শিরোনাম হয়েছে বিতর্কিত এই মুদ্রাটি। গত সপ্তাহেই এটির মূল্য ৪৪ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল; দুই বছরের মধ্যে যা কি-না সর্বোচ্চ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ফরেন এক্সচেঞ্জ রিসার্চের প্রধান জিওফ কেন্ডরিক মনে করেন, ২০২৪ সালে বিটকয়েনের মূল্যে বিপুল উত্থান দেখা যাবে। কেন্ডরিকের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী বছরেই বিটকয়েন তার অতীতের রেকর্ড মূল্যকেও ছাড়িয়ে যাবে। এমনও হতে পারে এর মূল্য তখন ১ লাখ ডলারেরও বেশি হবে।

যে বিবেচনায় কেন্ডরিক এমন মত দিয়েছেন তা হলো—নতুন বছরেই ক্রিপটো মুদ্রাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা অনুমোদন করার সমূহ সম্ভাবনা রয়েছে। এই অনুমোদন পেয়ে গেলে আর্থিক প্রতিষ্ঠানগুলো বিটকয়েন দিয়ে তাদের তহবিল আদান-প্রদান শুরু করবে। ফলে নিশ্চিতভাবেই বিপুল চাহিদা তৈরি হবে ডিজিটাল এই মুদ্রাটির।

এখন পর্যন্ত বিটকয়েন তার সর্বোচ্চ মূল্যে পৌঁছেছিল ২০২১ সালে। সেই বছর মুদ্রাটির মূল্য ৬৯ হাজার ডলার পর্যন্ত উঠেছিল। যদিও পরের বছর অর্থাৎ ২০২২ সালে বিটকয়েনের মূল্যে ধস নামে। মাত্র ১৭ হাজার ডলার মূল্য নিয়ে ২০২২ সাল শেষ করেছিল মুদ্রাটি। তবে চলতি বছর মুদ্রাটির মূল্য আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ১৩ ডিসেম্বর ৪৩ হাজার ৬০৬ ডলারের সমান মূল্য মান নিয়ে দাঁড়িয়েছিল বিটকয়েন।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা বিটকয়েনের অনুমোদন লাভের বিষয়ে আশাবাদী বৈশ্বিক ক্রিপটো কারেন্সি এক্সচেঞ্জ ‘জেমিনি’-এর প্রধান কৌশল কর্মকর্তা মার্শাল বেয়ার্ড। বিটকয়েন ধীরে ধীরে মূলধারার অর্থনীতিতে প্রবেশ করবে বলে মনে করেন তিনি। বেয়ার্ডের মতে, মূলধারার অর্থনীতির ‘স্বর্ণমান’-এর সঙ্গে ডিজিটাল সম্পদের ক্ষেত্রে বিটকয়েনকে তুলনা করা যায়।

এদিকে বিটকয়েনের ভাগ্যে আরও বড় বড় উত্থান-পতন অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ক্রিপটো এক্সচেঞ্জ ‘ডেরিবিট’-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা লুক স্ট্রিজার্স। আগামী জানুয়ারিতে বিটকয়েনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে মার্কিন কর্তৃপক্ষ। লুক মনে করেন, অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত আসার আগেই অর্থাৎ চলতি ডিসেম্বরের মধ্যেই বেশ কয়েকবার উত্থান-পতন হবে মুদ্রাটির।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে
১৪ ডিসেম্বর ২০২৩

 

আরো পড়ুন

সদস্যপদ না দিলেও ইউক্রেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে ইইউ

প্রতি ১০ জনের মধ্যে ৪ জন জুনিয়র ডাক্তার এনএইচএস ছেড়ে যেতে চান

অনলাইন ডেস্ক

বিয়ে করবেন বরিস জনসন

নিউজ ডেস্ক