TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অবৈধ অভিবাসনে সহায়তাকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা

যুক্তরাজ্যে অবৈধভাবে আসা অভিবাসীদের সহায়তাকারী দুর্নীতিগ্রস্ত বিদেশি পুলিশ, সীমান্তরক্ষী ও পাচারচক্রের অংশীদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে ব্রিটিশ সরকার। নতুন এই পদক্ষেপের আওতায় তাদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হবে, সম্পদ জব্দ করা হবে এবং ব্রিটিশ আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

 

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক ঘোষণায় জানান, বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে জাল পাসপোর্ট প্রস্তুতকারী, হুন্ডির মাধ্যমে অর্থ সরবরাহকারী মধ্যস্থতাকারী এবং সীমান্তে ঘুষ গ্রহণকারী কর্মকর্তারা সরাসরি টার্গেট হবেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তার সরকার মানব পাচারকারী চক্র ‘ধ্বংস’ করবে।

এ বিষয়ে নতুন করে একটি বিল আনা হচ্ছে—”সীমান্ত নিরাপত্তা, আশ্রয় ও অভিবাসন বিল”, যার মাধ্যমে পুলিশ এবং অংশীদার সংস্থাগুলো পাচারকারীদের তদন্ত ও গ্রেপ্তারে অতিরিক্ত ক্ষমতা পাবে। সরকার আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপ থেকে ছোট নৌকায় করে আসা অনিয়মিত অভিবাসনের প্রবাহ রোধ করা যাবে।

বিরোধী দলের শ্যাডো স্বরাষ্ট্রসচিব ক্রিস ফিলিপ হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই অবৈধ অভিবাসনের ফলে নারীদের জন্য এখন জননিরাপত্তার মারাত্মক সংকট তৈরি হয়েছে।” তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে আশ্রয়প্রার্থীদের সংখ্যা নির্বাচনের সময়ের তুলনায় বেশি এবং তাদের অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছেন।

সম্প্রতি এসেক্সের এপিং শহরের বেল হোটেল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই হোটেলে থাকা এক ইরিত্রিয়ান আশ্রয়প্রার্থী ১৪ বছরের এক কিশোরীকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। যৌন নিপীড়নের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে তিনি অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পুলিশ ৬ জনকে আটক করে।

অপরদিকে, অপরাধ ও পুলিশিং মন্ত্রী ডায়ানা জনসন সংসদে জানান, সরকার যৌন সহিংসতার অভিযোগ ‘চরম গুরুত্বের’ সঙ্গে বিবেচনা করে এবং আইন সংশোধন করছে যেন যৌন অপরাধে দণ্ডপ্রাপ্তদের আশ্রয় না দেওয়া হয়। তিনি বলেন, “বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া জরুরি।”

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য স্পষ্ট বার্তা দিচ্ছে—যারা মানব পাচারে সহায়তা করছে, তারা আর নিরাপদ নয়। এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও নারীদের সুরক্ষা এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার হুমকির মুখে

যুক্তরাজ্যে দ্রুতগতিতে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা

জীবনে সফল হতে বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি নয়ঃ ঋষি সুনাক