আজারবাইজানের হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি পাসপোর্টসহ একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম ইসলাম মো. শহিদুল বলে জানা গেছে। বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আজেরি সংবাদমাধ্যম রিপোর্ট নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান এয়ারলাইন্স সিজেএসসি (এজেএল)-এর নিরাপত্তা বিভাগের কর্মীরা ২২ ডিসেম্বর রাত ১টা ৫ মিনিটের দিকে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ পরিদর্শনের সময় ইসলাম ওই ব্যক্তিকে আটক করে।
তল্লাশিকালে তার কাছে ২০টি বাংলাদেশি পাসপোর্ট ও দুটি স্ট্যাম্প পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে লোকজনকে টাকার বিনিময়ে কাজের প্রতিশ্রুতি দিয়ে ইউরোপের কোনও একটি দেশে পাঠানোর নাম করে আজারবাইজানে নিয়ে যায়।
পাসপোর্ট পরীক্ষার সময় তার কাছে সার্বিয়ার জাল ভিসাও পাওয়া গেছে।
২৪ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক