1.3 C
London
January 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আমাজনের স্যাটেলাইট ইন্টারনেট পরিকল্পনাঃ যুক্তরাজ্যের বাজারে প্রবেশের প্রস্তুতি

আমাজন আগামী দুই বছরের মধ্যে যুক্তরাজ্যে স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা চালু করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি একটি স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, যা ভবিষ্যতে এমনকি সবচেয়ে প্রত্যন্ত এলাকাগুলোতেও মোবাইল সিগন্যাল সরবরাহ করতে সক্ষম হবে।

আমাজন, যা জেফ বেজোস দ্বারা প্রতিষ্ঠিত, সম্প্রতি জানিয়েছে যে তারা ব্রিটিশ রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহারের অনুমতি চাইবে “আগামী এক থেকে দুই বছরের মধ্যে”। এই সেবার পরিকল্পনা অনুযায়ী তারা স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহের প্রস্তুতি নিচ্ছে, যা সানডে টেলিগ্রাফ প্রথম রিপোর্ট করেছিল।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুতগতিতে নিজেদের স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি ও লো-আর্থ অরবিটে (পৃথিবীর পৃষ্ঠ থেকে ১,০০০ কিমি নিচে) উৎক্ষেপণ করার প্রতিযোগিতায় নেমেছে। এই ধরনের স্যাটেলাইট নেটওয়ার্ক যথেষ্ট সংখ্যক ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারলে, তা নিরবচ্ছিন্ন যোগাযোগ সেবা দিতে পারবে। এটি ৩৫,০০০ কিমি উচ্চতায় থাকা জিওস্টেশনারি স্যাটেলাইটের সময় বিলম্ব সমস্যা এড়াবে।

আমাজনের প্রজেক্ট কুইপার ৩,০০০ ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে, যা এলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

স্টারলিংক বর্তমানে তার লো-আর্থ অরবিট স্যাটেলাইটে সংযোগ স্থাপনের জন্য ছোট টার্মিনাল ব্যবহার করে এবং ইতোমধ্যে ৬,০০০ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে ৪ মিলিয়ন গ্রাহক রয়েছে এবং এর টার্মিনাল ইউক্রেনের যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

কুইপারও প্রাথমিকভাবে টার্মিনাল ব্যবহার করবে। তবে প্রতিষ্ঠানটি ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা অফকম-কে জানিয়েছে যে তারা সরাসরি স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপনের জন্য ডাইরেক্ট-টু-ডিভাইস পরিষেবার বিকল্পগুলোও বিবেচনা করছে।

অফকম জানিয়েছে, সরাসরি ডিভাইস সংযোগ পরিষেবা সম্ভবত এই বছরই ভোক্তাদের জন্য উপলব্ধ হতে পারে। তবে এর আগে কয়েক মাসের মধ্যে একটি পরামর্শ প্রক্রিয়া পরিচালিত হবে।

আমাজন জানিয়েছে, এই পরিষেবা সরকারি, প্রতিরক্ষা এবং জরুরি প্রতিক্রিয়ার ক্ষেত্রে নিরাপদ যোগাযোগের বিকল্প প্রদান করতে পারে। তারা অফকম-কে আহ্বান জানিয়েছে, স্যাটেলাইট পরিষেবা সরবরাহকারীদের জন্য ভূ-ভিত্তিক মোবাইল পরিষেবাগুলোর জন্য বরাদ্দ সমস্ত ফ্রিকোয়েন্সি এবং ভৌগোলিক এলাকার রেডিও স্পেকট্রামে প্রবেশাধিকার দেওয়ার জন্য, যদি এটি বিদ্যমান মোবাইল নেটওয়ার্কের সাথে হস্তক্ষেপ না করে।

আমাজনের প্রাথমিক পরিকল্পনা ছিল গত বছর প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের, তবে এটি বিলম্বিত হয়ে এই বছরের শুরুর দিকে স্থানান্তরিত হয়েছে।

এদিকে, বেজোসের রকেট কোম্পানি ব্লু অরিজিন একটি নতুন পুনর্ব্যবহারযোগ্য রকেট নিউ গ্লেন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। রকেটটি প্রথম আমেরিকান মহাকাশচারী জন গ্লেন এর নামে নামকরণ করা হয়েছে এবং এটি স্পেসএক্স-এর প্রতিদ্বন্দ্বী হবে। মাস্কের কোম্পানির পুনর্ব্যবহারযোগ্য ফ্যালকন ৯ রকেট মহাকাশ শিল্পে বিপ্লব ঘটিয়েছে এবং ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।

উল্লেখ্য যে, আমাজনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

রাজা চার্লসের অভিষেক কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্য

স্টারমারের দুর্নীতি মন্ত্রী বিনামূল্যের সম্পত্তি নিয়ে আলোচনার কেন্দ্রে

এখনও রাশিয়ায় পরিচালিত কোম্পানির লভ্যাংশ পান রিশি সুনাকের স্ত্রী

অনলাইন ডেস্ক