5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

আসামে গুলিবিদ্ধ ব্যক্তির ওপর ফটোগ্রাফারের হামলা

আসামে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের গুলিতে আহত এক ব্যক্তির বুকের ওপর এক ফটোগ্রাফারের দফায় দফায় হামলার ভিডিও ভাইরাল হয়েছে। হামলাকারী বিজয় বানিয়া নামে ওই ব্যক্তি দরং জেলা প্রশাসনে কর্মরত। পরে ওই ফটোগ্রাফারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

 

গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আসাম রাজ্যের দরং জেলার ধলপুর গ্রামে ২৫ হাজার একরের অধিক জমি থেকে নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালায় আসামের পুলিশ। ওই ঘটনায় পুলিশের গুলিতে মারা যায় দুইজন। আহত হয় নয় পুলিশসহ কমপক্ষে ২০ জন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৭২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশের গুলিতে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকা মইনুল হক নামে স্থানীয় একজন বাঙালি মুসলিমের ওপর বার বার একজন ফটোগ্রাফার হামলে পড়ছেন। মইনুল হকের দেহে যখন প্রাণ ছিল না, তখনও ওই ফটোসাংবাদিক লাথি মারছিলেন।

 

দরং পুলিশের এসপি সুসান্ত বিশ্ব শর্মা বলছেন, ওই ফটোগ্রাফারের নাম বিজয় বানিয়া। তাকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতেই।

সূত্র: ইন্ডিয়া টুডে
২৫ সেপ্টেম্বর ২০২১

আরো পড়ুন

ঢাকায় পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি

বৃটেনে ভারত সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল

টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা