9.1 C
London
April 26, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে: জর্জ সরোস

ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। এজন্য পশ্চিমাদের প্রতি রুশ বাহিনীকে পরাজিত করার পরামর্শ দিয়েছেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও মুদ্রা ব্যবসায়ী জর্জ সরোস।। তিনি বলেছেন, স্বাধীন সভ্যতা টিকিয়ে রাখতে এটিই উত্তম উপায়।

 

মঙ্গলবার (২৪ মে) বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে (দাভোস) বক্তৃতায় জর্জ সরোস বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এই যুদ্ধে পশ্চিমা সমাজ টিকতে নাও পারে। এজন্য পশ্চিমা সভ্যতা রক্ষার একমাত্র উপায় হলো পুতিনকে যত দ্রুত সম্ভব পরাজিত করা।

 

ইউক্রেন যুদ্ধকে বিশেষ অভিযানের কথা বললেও পুতিন মূলত তার লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়েছিলেন। এখন তিনি ভুল বুঝতে পেরেছেন এবং যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছেন বলেও মন্তব্য করেন মার্কিন এই ধনকুবের।

 

সরোসের মতে, যুদ্ধবিরতিতে যাওয়া সহজ নয়। পুতিনকেও বিশ্বাস করা ঠিক হবে না। তিনি এখন আরও অনিশ্চয়তাপূর্ণ।

 

যুদ্ধের ফলাফল সম্পর্কে ভবিষ্যদ্বাণী না করা গেলেও ইউক্রেনের লড়াই করার সুযোগ আছে বলে মনে করেন তিনি।

 

সোমবার (২৩ মে) জাতিসংঘের মহাসচিব আন্থোনি গুতেরেসকে লেখা এক চিঠিতে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তা জোরদারের জন্য আন্তর্জাতিক তৎপরতা ও বিস্তারকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি হিসেবে দেখছেন লুকাশেঙ্কো। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে ইউরোপে এই আঞ্চলিক সংঘাত প্রতিরোধ করতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

 

২৫ মে ২০২২
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

যুক্তরাজ্যে আবারও বেড়েছে পাইকারি গ্যাসের দাম

বেশিরভাগ সাংবাদিক হত্যারই বিচার হয় না: জাতিসংঘ

নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ উদ্বোধন