0.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ঈশার আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাজ্য, নিহত দুই

যুক্তরাজ্যে শক্তিশালী ঝড় ‘ঈশা’র কবলে পড়ে দুজন নিহত হয়েছেন। বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে উত্তর আয়ারল্যান্ড, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলসের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল। ফলে ভোগান্তিতে পড়েছে সেখানে বসবাসরত লাখো মানুষ।

এ ছাড়া ভারী বৃষ্টিপাতের সঙ্গে বইছে প্রবল বাতাস। বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১০৭ মাইল পর্যন্ত উঠেছে।

বিরূপ আবহাওয়ার কারণে বিলম্বিতসহ বাতিল করা হয়েছে বিমানের অনেক ফ্লাইট। এ ছাড়া স্কটল্যান্ডে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল।

এদিকে ঝড়ের কারণে সেলাফিল্ড পারমাণবিক কেন্দ্রের কাজ বন্ধ রাখা হয়েছে। তবে সেখানে কর্মরত কর্মীরা সুরক্ষিত রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে ধেয়ে আসছে নতুন আরেকটি ঝড় ‌‘স্টর্ম জোসেলিন’। ঝড়টি আগামীকাল থেকে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের কিছু অংশে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সংস্থা বিবিসি।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৩ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

সামনের বছরগুলিতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হার কমবেঃ মাইগ্রেশন কমিটি

বিলেতে বাড়ি কেনাবেচাঃ রেন্ট এ রুম স্কিম

নিউজ ডেস্ক

নাইটাজিন সেবন করে যুক্তরাজ্যের রাস্তায় মানুষ মারা যাচ্ছে