15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তিতে প্রথম পরিবার যুক্তরাজ্যে প্রবেশ

‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় ফ্রান্স থেকে একটি ছোট শিশুসহ তিন সদস্যের পরিবার যুক্তরাজ্যে প্রবেশ করেছে। বুধবার হোম অফিস জানিয়েছে, এটাই কিয়ার স্টারমার সরকারের নতুন নীতি অনুযায়ী প্রথম আনুষ্ঠানিক গ্রহণ।

গত এক সপ্তাহে চারজন প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীকে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিককে হিথ্রো থেকে প্যারিসে পাঠানো হয়। এছাড়া আফগানিস্তান, ইরিত্রিয়া ও ইরানের আরও তিনজনকে ফ্রান্সে ফেরত নেওয়া হয়েছে। তবে ইরিত্রিয়ার আরেকজন নাগরিক উচ্চ আদালতে আপিল করে সাময়িক নিষেধাজ্ঞা আদায় করেছেন।

স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে গত জুলাইয়ে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্যে ছোট নৌকায় আসা শরণার্থীদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে। বিনিময়ে ফ্রান্স থেকে পরিবার-সম্পর্কিত একই সংখ্যক শরণার্থীকে যুক্তরাজ্যে নেওয়া হবে। হোম অফিস জানিয়েছে, প্রতিটি আগমন নিরাপত্তা যাচাইয়ের পর সম্পন্ন হবে।

তবে এ কার্যক্রম শুরুর মধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারমারকে ছোট নৌকার যাত্রা বন্ধে সেনা মোতায়েনের পরামর্শ দেন। বানিজ্য মন্ত্রী পিটার কাইলও জানিয়েছেন, প্রয়োজনে রয়্যাল নেভি ব্যবহার করা হতে পারে।

গত শুক্রবার একদিনেই ছোট নৌকায় এক হাজারেরও বেশি মানুষ যুক্তরাজ্যে পৌঁছেছে। চলতি বছরে এ পর্যন্ত মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজারের বেশি।

শরণার্থী কাউন্সিলের পরিচালক ইমরান হোসেন বলেছেন, বৈধ ও নিরাপদ পথের ব্যবস্থা হওয়া ইতিবাচক পদক্ষেপ। তার ভাষায়, “কোনো পরিবারকে নিরাপত্তার জন্য নৌকায় জীবন ঝুঁকিতে ফেলার প্রয়োজন নেই। বৈধ পথে প্রবেশের সুযোগ দিলে দালালদের ক্ষমতা কমে যাবে।”

অন্যদিকে, অভিবাসন ব্যবস্থা ঘিরে নতুন সমালোচনা উঠেছে। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, হোটেলে থাকা আশ্রয়প্রার্থীদের চিকিৎসার জন্য ট্যাক্সিতে শত শত মাইল দূরে পাঠানো হচ্ছে। এক যাত্রায় ৬০০ পাউন্ড পর্যন্ত বিল গুনতে হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন।

হোম অফিস জানিয়েছে, মন্ত্রণালয় এখন জরুরি ভিত্তিতে আশ্রয়প্রার্থীদের পরিবহনে ট্যাক্সির ব্যবহার পর্যালোচনা করছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

স্প্রিং স্টেটমেন্ট ২০২৫ : গ্রেট ব্রিটেনের অর্থনীতি

যুক্তরাজ্যে গরমে ফসল নষ্ট, খাদ্যের দাম লাফিয়ে বাড়ছে ব্রিটেনে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে রেস্টুরেন্ট শেফের ভিডিও ভাইরাল, প্রশ্ন ফুড হাইজিন নিয়ে