12.3 C
London
May 6, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কিং চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রণ পান নাই প্রিন্স হ্যারির ছেলে

একজন ইতিহাসবিদ বলেন, রাজা চার্লস যদি চান তার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে মেগান মার্কেল উপস্থিত থাকবেন তাহলে প্রিন্স হ্যারির ছেলে আর্চিকে রাজ্যাভিষেকের জন্য আমন্ত্রণ জানানো উচিত।

জানা যায় যে হ্যারি এবং মেগান বাকিংহাম প্যালেসের কাছ থেকে ইতিমধ্যে ওয়েস্টমিনিস্টার অ্যাবে রাজ্যাভিষেকের জন্য আমন্ত্রণ পেয়েছেন। তবে হ্যারি এবং মেগান উপস্থিত হবেন কিনা তা স্পষ্ট নয় কারণ রাজ্যাভিষেকের দিনে হ্যারি এবং মেগানের ছেলে আর্চির চতুর্থ জন্মদিন।

তবে বাকিংহাম প্যালেস হতে জানানো হয়, আর্চি এবং তার ছোট বোন লিলিবেট আমন্ত্রণ জানানো হয়নি, কারণ শিশুরা খুব অল্প বয়স্ক।

খবরে জানা যায়, আর্চি ও লিলিবেটের চাচাত ভাই প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং পাঁচ বছর বয়সী প্রিন্স লুই রাজ্যাভিষেকে অংশ নিচ্ছেন।

রয়্যাল পরিবারের ইতিহাসবিদ এবং লেখক ডাঃ টেসা ডানলপের মতে, যদি আর্চিকে ইভেন্টে আমন্ত্রণ জানানো হয় তবে সে অন্যায় হবে না। কারণ রাজ্যাভিষেকটিতে অংশ নিতে আর্চি কম বয়সী নন।

উল্লেখ্য যে যুক্তরাজ্যের রাজপরিবারে দ্বন্দ্ব-কোন্দল দীর্ঘদিন হতে আলোচিত একটি বিষয়। প্রিন্স হ্যারি নিজের জীবন নিয়ে বই লেখার পর পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। তবে পুরো যুক্তরাজ্যের জনগণ কিং চার্লসের রাজ্যাভিষেকের অপেক্ষায় আছেন বলে খবর পাওয়া গিয়েছে।

আরো পড়ুন

যুক্তরাজ্যের নরউইচে অল্পবয়সী শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা ঋষি সুনাকের

যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থীদের অন্যত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করবে সরকার