TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

কীভাবে, কোথায় পাবো আন্তর্জাতিক বৃত্তির খোঁজখবর?

বৃত্তি, ফেলোশিপ, ইন্টার্নশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম, তরুণদের আন্তর্জাতিক সম্মেলন—কতো রকম সুযোগ আছে চারপাশে। আপনার জন্য জুতসই সুযোগটা কোথায়, কীভাবে খুঁজে পাবেন? জেনে নেওয়া যাক কিছু কৌশল। বৃত্তির খোঁজখবর পেতে সব সময় চোখ রাখতে হবে বাংলাদেশে সরকারের ওয়েবসাইটসহ  পৃথিবীর বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি বৃত্তি বিষয়ক ওয়েবসাইটে। নিচের লিংকগুলোতে ক্লিক করলেই পেয়ে যাবেন কিছু দরকারি ওয়েবপেজের সন্ধান:

 

বাংলাদেশ সরকারের ওয়েবসাইট

 

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়

 

বাংলাদেশে অবস্থিত মার্কিন অ্যাম্বাসি

 

ব্রিটিশ কাউন্সিল

 

স্টাডি ইন ইউকে

 

শেনজেন বিডি

 

ইন্টারন্যাশনাল এডুকেশন স্পেশালিস্ট

 

চিভেনিং

 

উপরের এইসব ওয়েবসাইটে বিভিন্ন সরকারি বৃত্তির বিজ্ঞপ্তি ও আবেদনের বিস্তারিত নিয়মিত ভাবে প্রকাশ হয়। যারা ভবিষ্যতের বৃত্তি ও ফেলোশিপের সুযোগ সম্পর্কে জানতে চান, তারা অনেক তথ্য পেয়ে যাবেন উপরের এইসব ওয়েবসাইটে। পুরোনো বিজ্ঞপ্তি দেখে বিভিন্ন বৃত্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায়। কী কী কাগজপত্র লাগবে, আবেদনের সময়কাল ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন।

 

৩১ আগস্ট ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে ইসলামের দ্রুত প্রসার, ২০৫০ সালের মধ্যে দ্বিগুণের বেশি হবে মুসলমানরা

Barrister MQ Hassan Show 🔹 September 20

অনলাইন ডেস্ক

মহানবীকে নিয়ে মন্তব্যে আরব বিশ্বের ক্ষোভ, বিজেপি নেতা বরখাস্ত