13.6 C
London
May 15, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কোভিডের যাবতীয় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিলো যুক্তরাজ্য

যুক্তরাজ্যে প্রবেশকারী যাত্রীদের জন্য অবশিষ্ট সমস্ত কোভিড ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

 

এখন থেকে টিকাবিহীন আগমনকারীদের আর কোভিড পরীক্ষা দিতে হবে না। যুক্তরাজ্যে প্রথম কোভিড লকডাউন ব্যবস্থা আরোপ করার প্রায় দুই বছর পর এই প্রথম পরিস্থিতি এমন স্বাভাবিক করা হয়েছে।

 

ভ্রমণ সংক্রান্ত অফিসাররা বলেছেন, নিয়মগুলো তুলে নেওয়াই ছিল ‘চূড়ান্ত গেম-চেঞ্জার’।

 

এভিয়েশন মিনিস্টার রবার্ট কোর্টস বলেছেন: ‘আমরা যা কিছুর জন্য কাজ করেছি – প্রতিটি জ্যাব, প্রতিটি পরীক্ষা এবং সমগ্র দেশ যে ত্যাগ স্বীকার করেছে তার মানে হল অবশেষে, প্রায় দুই বছর পর, আমরা সবাই আমলাতান্ত্রিক বিধিনিষেধ ছাড়াই ভ্রমণ করতে পারব।’

 

সরকার বলেছে যে পরিবর্তনটি ইচ্ছাকৃতভাবে ইস্টার ছুটির আগে সময়মতো করা হয়েছিল, তবে ভবিষ্যতের কোভিড ভ্যারিয়েন্টগুলোর প্রতিক্রিয়া জানাতে আনুষঙ্গিক পরিকল্পনা তৈরি করা হয়েছে।

 

১৮ মার্চ ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার নির্ধারণে নিয়েছে নতুন পদক্ষেপ

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

ইউকে জুড়ে ব্ল্যাকআউট: জেনে নিন আপনার বাড়িতে কখন বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক