TV3 BANGLA
অস্ট্রেলিয়াশীর্ষ খবর

ঠোঁট সেলাই করে অস্ট্রেলিয়ার দ্বীপ কারাগারে দুই বাংলাদেশির প্রতিবাদ

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়ার পর থেকে প্রায় ১০ বছর ধরে নাউরুতে বন্দিজীবন পার করছেন বাংলাদেশি মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম। সম্প্রতি তারা মুখ সেলাই করে প্রতিবাদ জানিয়েছেন।
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট দ্বীপরাষ্ট্র নাউরু। অস্ট্রেলিয়া থেকে আকাশ পথে নাউরু যেতে পাঁচ ঘণ্টা লাগে। এই দ্বীপরাষ্ট্রে প্রায় এক দশক ধরে শফিকুল ও কাইয়ুমকে আটকে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ায় অবৈধভাবে নৌকায় গিয়ে যারা শরণার্থী হিসেবে আশ্রয় চান, তাদের আটক করে এই নাউরু দ্বীপে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। ২০১৩ সাল থেকে এই দ্বীপটিকে শরণার্থীদের আটক রাখার স্থান হিসেবে ব্যবহার করছে অস্ট্রেলিয়া। নাউরু ছাড়াও পাপুয়া নিউগিনির (পিএনজি) দ্বীপে কোনো কোনো শরণার্থীকে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ।
২০১৩ সালে আলাদাভাবে শফিকুল ও কাইয়ুম বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যান। নিপীড়ন থেকে রক্ষা পেতে তারা অস্ট্রেলিয়ায় আশ্রয় চান। কিন্তু অস্ট্রেলিয়ার নৌবাহিনী তাদের নৌকা থেকে আটক করে নাউরুতে পাঠিয়ে দেয়।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে ‘নাউরুর খোলা আকাশের নিচে কারাগার’ হিসেবে আখ্যায়িত করেন। বন্দিদের চিকিৎসা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ।
এম.কে
০২ মার্চ ২০২৩

আরো পড়ুন

ব্রিটেনে ২০২১ সালে স্টুডেন্ট ভিসায় যেভাবে আবেদন করবেন

অনলাইন ডেস্ক

এপ্রিলে বাড়ছে যুক্তরাজ্যের চাইল্ড বেনিফিট ও ইউনিভার্সাল ক্রেডিট

অনলাইন ডেস্ক

ক্ষমতা হারানোর শঙ্কায় লিজ ট্রাস

অনলাইন ডেস্ক