12.5 C
London
March 29, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ব্যাংক দাবি করছে ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল।
পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
এম.কে
০৯ মার্চ ২০২৩

আরো পড়ুন

ভারী বর্ষণ, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

ইলন মাস্কের স্টার লিংক আসছে বাংলাদেশে

বাংলাদেশ নির্বাচন, দুই দলকে নিয়ে নতুন ফর্মুলায় কূটনৈতিকরা