করোনা ভাইরাসের নতুন ‘স্ট্রেইন’ যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে দ্রুত। এই কারণে ক্রিসমাসের ছুটির পরেও এদেশের স্কুল পুরো জানুয়ারিতে বন্ধ থাকতে পারে।
ক্রিসমাস বিরতির পর শিক্ষার্থীদের জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুল শুরুর কথা ছিলো। কিন্তু এবার জানুয়ারি ১১ পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেলকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) যুক্তরাজ্যের স্কুল খোলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি নিশ্চিত হয়ে এই ব্যাপারে কিছু জানাননি।
স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল স্কাই নিউজকে বলেছেন, আমরা স্কুল খুলে দিতে চাইলেও আমাদের সবাইকে পরিষ্কার ভাবে জানাতে চাই যে, আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং বাকী জনসংখ্যার সুরক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থাই গ্রহণ করবো।
একটি সরকারি সূত্র জানিয়েছেন, কিছু স্কুল ফেব্রুআরি পর্যন্ত বন্ধ থাকতে পারে। তিনি আরো জানান যে করোনা ভাইরাসের নতুন ধরনে শিশুরা বেশি সংবেদনশীল আশঙ্কায় করছেন তারা।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একজন মহামারি বিশেষজ্ঞ প্রফেসর নিল ফার্গুসন বলেন, এই নতুন ধরনের করোনা ভাইরাসটি শিশুদের সংক্রামিত করার প্রবণতা বেশি হতে পারে।
সূত্র:মিরর
২২ ডিসেম্বর ২০২০
এসএফ